
গায়িকা পলক মুচ্ছলের ভাই তথা সঙ্গীতকার পলাশ মুচ্ছলের ২৩ নভেম্বর ভারতীয় মহিলা ক্রিকেটর স্মৃতি মন্ধানার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল।

বিয়ের আগে থেকে স্মৃতি ও পলাশ বিভিন্ন রীতি-রেওয়াজ, নাচ-গান-আনন্দের মধ্যেই দিন কাটাচ্ছিলেন।

তবে আচমকাই স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই মাঝে পলাশের বেশ কিছু ঘটনা সামনে আসে, যার থেকে স্মৃতিকে প্রতারণা করছেন পলাশ, তা নিয়ে আলোচনা চলতে থাকে।

এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল পলাশ মুচ্ছলের প্রাক্তন প্রেমিকা বিরভা শাহের সঙ্গে পলাশের ছবি। পলাশের সঙ্গে বিরবার রোম্যান্টিক মুহূর্তের ছবিগুলি বেশ ভাইরাল হচ্ছে।

ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, ফুল, বেলুন ও লাইট দিয়ে সাজানো রোম্যান্টিক জায়গা। পলাশ হাঁটু গেড়ে বসে বিরবাকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন।

বিরভা ও পলাশের এই ছবি যদিও এখনকার নয়। এগুলি ২০২৭ সালের।

সেই সময় পলাশ ও বিরভার প্রেম ছিল। একটা ছবিতে পলাশ ও বিরবার সঙ্গে পলককেও দেখা গিয়েছে। অর্থাৎ পলাশের পরিবারও জানতেন এই সম্পর্কের কথা।

পলাশ ও বিরভা তাঁদের সম্পর্ক নিয়ে সিরিয়াস হলেও তা ভবিষ্যতে আর এগোয়নি।

রিপোর্টস বলছে, মুম্বইয়ে সেই সময় মেডিক্যাল স্টুডেন্টস ছিলেন বিরভা। দুজনে এক বন্ধুর মারফৎ পরিচিত হন।

এরপর এঁদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। আর বিয়েরও পরিকল্পনা করেছিলেন।

দুই পরিবার এই সম্পর্কের কথা জানলেও তা বিয়ে পর্যন্ত গড়ানোর আগেই ব্রেকআপ হয়ে যায়। এরপর পলাশ স্মৃতির সঙ্গে সম্পর্কে আসেন।