Advertisement
মনোরঞ্জন

Sreejita De: বাঙালি নায়িকার বিকিনির লুকসে চড়ছে পারদ, দেখুন PHOTOS

Bold Sreejita De
  • 1/13

বাঙালি অভিনেত্রী সৃজিতা দে। যদিও তিনি হিন্দি টেলিভিশনে কাজ করেন। 
 

Bold Sreejita De
  • 2/13

বিগ বস ১৬-এ সৃজিতার উপস্থিতি নজর কেড়েছিল। 
 

Bold Sreejita De
  • 3/13

ভাল অভিনেত্রীর পাশাপাশি সৃজিতা বেশ বোল্ড। তাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তা দেখতে পারবেন। 
 

Advertisement
Bold Sreejita De
  • 4/13

বিকিনি পরে সৃজিতার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। 
 

Bold Sreejita De
  • 5/13

মেদহীন চেহারায় তাঁকে বিকিনিতে লাস্যময়ী লাগে। 
 

Bold Sreejita De
  • 6/13

একের পর এক বিকিনি ছবি থেকে চোখ সরানো দায় হয়ে যাবে। 
 

Bold Sreejita De
  • 7/13

এই ঠান্ডাতেও তাঁকে দেখে ঘামতে পারেন আপনি। 
 

Advertisement
Bold Sreejita De
  • 8/13

সৃজিতা নিজেকে সাহসীভাবে তুলে ধরতে একেবারেই দ্বিধাবোধ করেন না। 
 

Bold Sreejita De
  • 9/13

২০২৩ সালে চার্চে গিয়ে জার্মান প্রেমিকের সঙ্গে খ্রিস্টান মতে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী সৃজিতা দে। 
 

Bold Sreejita De
  • 10/13

জার্মান স্বামীকে নিয়ে বাঙালি মতে সাতপাকেও ঘুরেছেন সৃজিতা। 

Bold Sreejita De
  • 11/13

আসানসোলের মেয়ে সৃজিতা। তবে মুম্বইতেই তাঁর কাজকর্ম। 
 

Advertisement
Bold Sreejita De
  • 12/13

বাংলার সৃজিতা দে হিন্দি টেলিভিশনে বেশ জনপ্রিয়। ‘কসৌটি জিন্দেগি কে’ সিরিয়ালে গার্গী তুষার বাজাজের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি।
 

Bold Sreejita De
  • 13/13

তারপর ‘করম আপনা আপনা’, ‘তশন’, ‘অনু কি হো গ্যায়ি ওয়াহ ভাই ওয়াহ’র মতো সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পান। ‘উত্তরণ’, ‘নজর’-এর মতো ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৃজিতা। ছবি-ইনস্টাগ্রাম

Advertisement