Advertisement
মনোরঞ্জন

Tollywood Actress: বাড়ির জগদ্ধাত্রী পুজোয় ঘরোয়া সাজে রাজনন্দিনী, PHOTOS

Rajnandini Paul
  • 1/13

টলিপাড়ার মিষ্টি নায়িকা হিসাবেই পরিচিত রাজনন্দিনী পাল। 
 

Rajnandini Paul
  • 2/13

সিনেমা থেকে ওয়েব সিরিজ আর এখন সিরিয়ালও কমছেন জমিয়ে। 
 

Rajnandini Paul
  • 3/13

প্রত্যেক বছর ইন্দ্রানী দত্তের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। 
 

Advertisement
Rajnandini Paul
  • 4/13

আর এই পুজোতেই ঘরোয়া সাজে ধরা দিলেন কন্যা রাজনন্দিনী। 
 

Rajnandini Paul
  • 5/13

লাল রঙের শাড়ি সঙ্গে ঘিয়ে রঙের স্লিভলেস ব্লাউজ। গলায় লম্বা চেইন, খোলা চুল, কানে ছোট দুল আর একেবারে হাল্কা মেকআপে দেখা গেল রাজনন্দিনীকে। 
 

Rajnandini Paul
  • 6/13

টোল পরা হাসিতে আরও সুন্দর লাগছে রাজনন্দিনীকে। 
 

Rajnandini Paul
  • 7/13

একের পর এক পোজে ছবি তুলেছেন নায়িকা। 
 

Advertisement
Rajnandini Paul
  • 8/13

মায়ের সঙ্গে পোজ দিতে ভুললেন না মেয়ে রাজনন্দিনী। মা-মেয়ে দুজনকেই দারুণ সুন্দর লাগছে।
 

Rajnandini Paul
  • 9/13

মায়ের সঙ্গে পুজোর কাজে হাত লাগাতে ভোলেন না রাজনন্দিনী।
 

Rajnandini Paul
  • 10/13

শাড়িতে অপূর্ব সুন্দরী লাগছে ইন্দ্রানী-কন্যাকে। 
 

Rajnandini Paul
  • 11/13

মায়ের মতই অভিনয় ও নাচ দুটোতেই পারদর্শী রাজনন্দিনী। 
 

Advertisement
Rajnandini Paul
  • 12/13

মায়ের মতোই বাবারও প্রাণ মেয়ে রাজনন্দিনী। 
 

Rajnandini Paul
  • 13/13

এই মুহূর্তে রাজনন্দিনীকে স্টার জলসার রানী ভবানী সিরিয়ালে প্রধান ভূমিকায় দেখা যাচ্ছে। 
 

Advertisement