Advertisement
মনোরঞ্জন

Rachna Banerjee: বিয়ের দিন কেমন সেজেছিলেন রচনা? দেখুন PHOTOS

Rachna Banerjee wedding
  • 1/10

২০০৭ সালে রচনা বন্দ্যোপাধ্যায় বিয়ে করেন প্রবাল বসুকে। 
 

Rachna Banerjee wedding
  • 2/10

বাঙালি সব রীতি-রেওয়াজ মেনেই বিয়ের পিঁড়িতে বসেন রচনা-প্রবাল। এটি তাঁর গায়ে হলুদের ছবি। 
 

Rachna Banerjee wedding
  • 3/10

বিয়েতে একটু অন্য রকমের সাজে দেখা গিয়েছিল রচনাকে। সোনালি ওড়না ছিল রচনার মাথায়। 
 

Advertisement
Rachna Banerjee wedding
  • 4/10

মালাবদলের সময় পরিবারের সকলে দারুণ মজা করেছিলেন। কিন্তু রচনা লজ্জায় চোখ নামিয়ে রেখেছেন।
 

Rachna Banerjee wedding
  • 5/10

হাতে শাঁখা-পলা, গাছকৌটো ছিল। প্রবাল ও রচনার গলায় ছিল গোলাপের মালা। 
 

Rachna Banerjee wedding
  • 6/10

আগুনে খই ফেলছেন রচনা। শোনা যায়, এটি রচনার দ্বিতীয় বিয়ে। 
 

Rachna Banerjee
  • 7/10

সিঁদুর দানের সময় রচনাকে দেখুন। তাঁর থেকে চোখই সরাতে পারবেন না। এত স্নিগ্ধ।
 

Advertisement
Rachna Banerjee wedding
  • 8/10

রচনা-প্রবালের একটি ছেলে রয়েছে, নাম প্রণীল বসু। 
 

Rachna Banerjee wedding
  • 9/10

২০১৬ থেকে রচনা ও প্রবাল আলাদা থাকছিলেন। তবে গত বছর থেকে ফের তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। 
 

Rachna Banerjee wedding
  • 10/10

ছেলে প্রণীল মা ও বাবা দুজনের কাছেই থাকেন। তাঁদের একসঙ্গে দেখে খুশি ভক্তরাও। 
 

Advertisement