Advertisement
মনোরঞ্জন

শমিতা শেট্টির শরীরী আকর্ষণকে সরিয়ে, তাঁর বিরুদ্ধে বিষোদ্গার Big-Boss দর্শকদের

  • 1/9

বিগ বস কাঁপাচ্ছেন অভিনেত্রী শমিতা শেট্টি। দিদি শিল্পার মতো অতটা বিখ্যাত না হলেও অখ্যাতও নন। একাধিক হিন্দি সিনেমায় দেখা গিয়েছে তাকে।

  • 2/9

শরীরী আকর্ষণে তিনি দিদিকেও টেক্কা দিতে পারেন। তবে অভিনয় দক্ষতা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। দু-তিনটি হিট সিনেমা উপহার দেওয়ার পর তাঁকে সেভাবে কেউ সুযোগও দেননি।

  • 3/9

তাতে অবশ্য তাঁর কিছু আসে-যায় না। বিভিন্ন শো, ব্যবসা নিয়ে আয় নেহাৎ মন্দ নয়। পাশাপাশি সোস্যাল মিডিয়ায় গরমাগরম ছবি পোস্ট করে বরাবরই ফ্যানেদের নেকনজরে থাকেন তিনি।

Advertisement
  • 4/9

এ হেন শমিতা শেট্টিকে এখন দেখা যাচ্ছে জনপ্রিয় টিভি শো বিগ বস-এ। সেখানে তিনি রোজই খবরের শিরোনামে থাকছেন। তবে অনেকে বলছেন এঅই শো এখন তাঁর পারিবারিক শো-তে পরিণত হয়েছে।

  • 5/9

কেন এমন কথা বলছেন তাঁরা ! শো-তে শমিতার প্রতি শো-কর্তৃপক্ষ বেশিও সদয় বলে মনে হচ্ছে। কেন এমন হচ্ছে তা শোয়ের নির্মাতারাই বলতে পারবেন। কিন্তু শোয়ের কাণ্ডকারখানাতে এমনটাই মনে হচ্ছে।

  • 6/9

এর আগে শমিতা শেট্টির পাতানো ভাই রাজীব অদানিয়াকে এন্ট্রি দেওয়া হয়। তারপরও বেশি সাপোর্ট না পাওয়া যাওয়াতে শমিতার বয়ফ্রেন্ড রাকেশ বাপট এবং তার বেস্ট ফ্রেন্ড নেহা ভাসিনকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দেওয়া হয়েছে।

  • 7/9

আর আগে থেকেই শোতে বিশাল কোটিয়ান শমিতার ভাই হয়ে বসেছিলেন। এখন শোতে শমিতার ২ ভাই, এক বয়ফ্রেন্ড এবং এবং এক গার্লফ্রেন্ড হাজির সাপোর্ট দেওয়ার জন্য।

Advertisement
  • 8/9

ফলে এখন বিগ বসের বেশিরভাগ সদস্যই শমিতার ফ্যামিলি মেম্বার। যা মেনে নিতে পারছেন না বিগ বসের একটা অংশের দর্শক ও বিগ বসের অন্য বাসিন্দাদের ফ্যানরা। 

  • 9/9

শেফালি জরিওয়ালা, কামিয়া পঞ্জাবির মতো পুরনো বিগ বসের বাসিন্দারা তাঁদের ক্ষোভ ব্যক্ত করেছেন। শো-এর ইতিহাসে এটা প্রথমবার যেখানে কারও ভাই, বয়ফ্রেন্ড, বন্ধুদের আনা হয়েছে। যা নিয়ে শোয়ের সততা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।

Advertisement