scorecardresearch
 
মনোরঞ্জন

Monalisa : পরনে হলুদ শাড়ি-কপালে সিঁদুর, ভাইরাল 'হট' ঝুমা বউদি

পরনে হলুদ শাড়ি-কপালে সিঁদুর, ভাইরাল 'হট' ঝুমা বউদি
  • 1/8

Monalisa Chhath LooK: খবরের মধ্যেই থাকেন ভোজপুরী অভিনেত্রী মোনালিসা। ছটপুজো উপলক্ষ্যে সেজেছেন তিনি। আর সেই সাজই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। 

পরনে হলুদ শাড়ি-কপালে সিঁদুর, ভাইরাল 'হট' ঝুমা বউদি
  • 2/8

মোনালিসাকে দেখা গেছে হলুদ শাড়িতে। লাল ব্লাউজ, গলায় মঙ্গলসূত্র ও কপালে সিঁদুর। হাতে পরেছেন লাল টুকটুকে চুরি। 
 

পরনে হলুদ শাড়ি-কপালে সিঁদুর, ভাইরাল 'হট' ঝুমা বউদি
  • 3/8

মোনালিসা নিজের ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন। আর তাই ভাইরাল হয়েছে। 

পরনে হলুদ শাড়ি-কপালে সিঁদুর, ভাইরাল 'হট' ঝুমা বউদি
  • 4/8

আসলে মাঝে মধ্যে বোল্ড ছবি পোস্ট করে থাকেন এই অভিনেত্রী। যা নিয়ে বেশ চর্চায় থাকেন তিনি। তবে এবার সম্পূর্ণ অন্য লুকে ধরা দিলেন তিনি। 

পরনে হলুদ শাড়ি-কপালে সিঁদুর, ভাইরাল 'হট' ঝুমা বউদি
  • 5/8

ছটপুজো উপলক্ষেই যে এই সাজে তিনি সেজেছেন তাও পোস্টে উল্লেখ করেছেন অভিনেত্রী। 

পরনে হলুদ শাড়ি-কপালে সিঁদুর, ভাইরাল 'হট' ঝুমা বউদি
  • 6/8

অভিনেত্রীকে এই সাজে দেখে তাঁর প্রশংসা করেছেন নেটিজেনরা। তাঁকে সুন্দর দেখাচ্ছে, এমন কমেন্ট করেছেন অনেকেই। 
 

পরনে হলুদ শাড়ি-কপালে সিঁদুর, ভাইরাল 'হট' ঝুমা বউদি
  • 7/8

প্রসঙ্গত, কয়েকদিন আগেই স্পোর্টস ব্রা পরা মোনালিসার একটা ছবি ভাইরাল হয়েছিল। সেখানে একটি হিন্দি গানে নাচতে দেখা গিয়েছিল তাঁকে। আর সেই রেশ কাটতে না কাটতে ফের খবরে এই অভিনেত্রী। 

পরনে হলুদ শাড়ি-কপালে সিঁদুর, ভাইরাল 'হট' ঝুমা বউদি
  • 8/8

বিগ বস-এ আসার পর জনপ্রিয়তা পান মোনালিসা। তবে বাংলার মন তিনি জয় করেছিলেন ওয়েব সিরিজ 'দুপুর ঠাকুরপো'তে ঝুমা বউদি।