Advertisement
মনোরঞ্জন

Ritabhari Chakraborty: 'ফ্যাশন মানে রোগা বা মোটা নয়', ফাটাফাটি-র ফটোশ্যুট করে ভাইরাল ঋতাভরী

  • 1/9

ঋতাভরী চক্রবর্তী ও আবীর চট্টোপাধ্যায় অভিনীত ফাটাফাটি সিনেমা মুক্তি পেতে চলেছে আগামী ১২ মে। আর এই সিনেমার প্রচার নিয়ে এখন দারুণভাবে ব্যস্ত ঋতাভরী। 
 

  • 2/9

একেবারে অন্যধরনের বার্তা নিয়ে আসবে এই সিনেমা। আপনার চেহারা যেমনই হোক না কেন তা নিয়ে এক্সপার্ট কমেন্ট অবশ্যই আসবে। বডি শেমিং-এর বিরুদ্ধে গর্জে উঠবে এই ফাটাফাটি সিনেমা। আর এই সিনেমা নিয়ে অভিনব কায়দায় প্রচার চালাচ্ছেন ঋতাভরী। ছবি মুক্তি পাবে ১২ মে। তার আগে জমজমাট প্রচার চলছে।
 

  • 3/9

ছবি মুক্তির আগে নানাভাবে চলছে প্রচার। উইনডোজ প্রোডাকশন হাউজ থেকে একঝাঁক ফাটাফাটি ফটোশ্যুটও হয়েছে। যেখানে ঋতাভরী ছাড়াও রয়েছে চিত্রাঙ্গদা শতরূপা, তনিকা বসুর মতো অভিনেত্রীরা। বলা ভালো একেবারে সবরকম চেহারার মানুষদের নিয়েই এই ফটোসেশন তাঁদের।
 

Advertisement
  • 4/9

এই ফটোশ্যুটে দেখা গিয়েছে এমন কিছু মহিলাদের, যাঁদের প্রতিনিয়ত তাঁদের চেহারা নিয়ে পথে-ঘাটে, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হয়েছে। সেই সব মহিলারা এইসব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে গিয়েছেন নিজেদের পথে। 
 

  • 5/9

এই সব মহিলারা সকলেই সমাজে কোনও না কোনও ভাবে প্রতিষ্ঠিত। কিন্তু শরীরের গঠনের কারণে তাঁদের ট্রোল হতে হয় সবসময়। 
 

  • 6/9

ঋতাভরী এই ফটোশ্যুটে পরেছিলেন কালো চেক শর্ট পোশাক। এর ওপর নিয়েছিলেন সাদা রঙের কোট এবং পায়ে ছিল লম্বা বুট জুতো। ঋতাভরীর সঙ্গে তাঁর দিদি চিত্রাঙ্গদাকেও দেখা গিয়েছে। 
 

  • 7/9

এই সিনেমার জন্য ঋতাভরীকে ২০ কেজির মতো ওজন বাড়াতে হয়েছিল। সেই সময় তাঁর ভাগ্যেও জুটেছিল একাধিক কটাক্ষ। 
 

Advertisement
  • 8/9

তবে সোশ্যাল মিডিয়ায় এই ছবির প্রচারের ফটোশ্যুট দেখে অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। প্রত্যেকেই এই সিনেমা দেখার অপেক্ষায় রয়েছেন। 
 

  • 9/9

এর আগেও ঋতাভরীর ব্রহ্মা জানেন গোপন কম্মটি সিনেমাটিও সমাজের তথাকথিত রীতির বিরুদ্ধে ছিল। এই সিনেমাও প্রশংসা পায়। 
 

Advertisement