কলকাতা আন্তর্জাতিক বইমেলায় কেপমারি করতে গিয়ে গ্রেফতার হওয়া অভিনেত্রী রূপা দত্ত টেলিভিশনের পরিচিত মুখ।
হিন্দি ধারাবাহিক জয় মা বৈষ্ণদেবী-তে বৈষ্ণ মাতার ভূমিকায় অভিনয় করেছিলেন রূপা। সিরিয়ালটি হয়তো অনেকেরই মনে থাকবে।
২০২০ সালে পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার মিথ্যা অভিযোগও করেন তিনি। সে সময় টুইট করে একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছিলেন রূপা।
পরিচালকের বিরুদ্ধে রীতিমতো গ্রেফতার করার দাবি জানাতে থাকেন সোশাল মিডিয়ায়। তবে পরে তার কীর্তি ফাঁস হয়।
अनुराग कश्यप के नज़रों में किसी भी औरत का कोई इज्ज़त नहीं है।जो मुझे उसे जानने के बाद पता चला।इसीलिए पायेल घोष का इल्ज़ाम बिलकुल सही है।अनुराग कश्यप को कठोर से कठोर सज़ा मिलनी चाहिए।और यह ड्रग भी लेता है।अपने आर्टिस्ट को भी सप्लाई करता है
— Rupa Dutta (@iamrupadutta) September 19, 2020
NCB जांच करे कृपा।#arrestanuragkashyab pic.twitter.com/ckK5ZfUDOW
তদন্তে উঠে আসে, অনুরাগ কশ্যপ নামে অন্য এক ব্যক্তির সঙ্গে তার এই কথোপকথন হয়েছিল। নাম এক হওয়ায় অভিযোগ করতে সুবিধা হয় রূপা-র।
কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়, দুই ব্যক্তির আইপি অ্যাড্রেস ভিন্ন। অনুরাগের প্রোফাইল থেকে এমন কোনও চ্যাট কোনও দিন করা হয়নি।
গত কাল ১২ মার্চ কলকাতা বইমেলা প্রাঙ্গন থেকে তাকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। মেলা প্রাঙ্গনে একটি ডাস্টবিনে ওয়ালেট ফেলে চলে যাওয়ার সময় ধরা পড়েন রূপা।