scorecardresearch
 
মনোরঞ্জন

Bollywood-কে না, অপ্সরার মতো সুন্দরী গায়িকা Big Boss এর পর তাহলে করবেন কী!

হিমাংশী খুরানা
  • 1/9

বিগ বস ১৩ এর হিমাংশী খুরানাকে মনে আছে ? তিনি প্রকৃতপক্ষে পঞ্জাবের জনপ্রিয় গায়িকা। তাঁর আগে থেকেই জনপ্রিয়তা ছিল। তবে বিগ বস তাঁকে খ্যাতির শীর্ষে নিয়ে গিয়েছে। তাঁর ফ্যান ফলোয়িং নেহাৎ কম নয়।

হিমাংশী খুরানা
  • 2/9

হিমাংশী এবার ৩০ বছরে পা দিলেন। তিনি এক সময় মিস লুধিয়ানা হিসেবে খেতাব জিতেছিলেন। তাঁর জন্ম ১৯৯১ সালে। তিনি জন্মদিন উপলক্ষে বেশ কিছু ব্যক্তিগত তথ্য শেয়ার করেছেন।

হিমাংশী খুরানা
  • 3/9

ছোট থেকেই পড়াশোনায় ভাল হিমাংশী চিকিৎসক হতে চেয়েছিলেন। কিন্তু তিনি ইঞ্জেকশন এত ভয় পেতেন, যে মেডিক্যাল এর পড়া ছেড়ে দেন। এরপর তিনি গ্ল্যামার ওয়ার্ল্ড বেছে নেন মডেলিংয়ের মাধ্যমে।

হিমাংশী খুরানা
  • 4/9

মডেল হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছিলেন, তাঁর মধ্যেই তিনি একটা বড় কাজ করে ফেলেন। তিনি কুলদীপ মানক এর সঙ্গে পঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন।

হিমাংশী খুরানা
  • 5/9

পঞ্জাবি ইন্ডাস্ট্রিতে নাম করার পর তাঁকে নিয়ে বলিউডের চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে হইচই পড়ে যায়। তাঁর কাছে একাধিক ফিল্মের অফার আসে। কিন্তু তিনি ইন্টিমেট সিন করতে রাজি নন। তাই সব অফার ফিরিয়ে দেন।

হিমাংশী খুরানা
  • 6/9

তবে কোনওদিন বলিউডে কাজ করবেন না, এমন শপথ তিনি অবশ্য নেননি। তবে সুযোগ পেলে ভাল ও মনের মতো স্ক্রিপ্ট হলে তিনি কাজ করতেও পারেন। তবে ইন্টিমেট দৃশ্য নয়।

হিমাংশী খুরানা
  • 7/9

হেট স্টোরি -৪ এ তাঁকে কাজ করার অফার দেওয়া হয়েছিল। ওটিটিতেও তিনি নিয়মিত অফার পাচ্ছেন। কিন্তু ইন্টিমেট সিন করবেন না বলে অফার ফিরিয়ে দিচ্ছেন।

হিমাংশী খুরানা
  • 8/9

হিমাংশী, চাউ নামের এক ব্যাক্তির সঙ্গে রিলেশনশিপে ছিলেন। তবে এখন তাঁর সঙ্গে ব্রেক-আপ হয়ে গিয়েছে বলে জানিয়ে দিয়েছেন তিনি নিজেই। বিগ বসে আসিম সিরাজ এর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল। তাঁরা একাধিক অ্যালবামেও একসঙ্গে কাজ করেছেন।

হিমাংশী খুরানা
  • 9/9

তাঁদের জুটি খুব পছন্দ করেছিলেন ফ্যানরা। যদিও তাঁরা পরে আর কাজ করেননি।

ফটো- IAMHIMANSHIKHURANA