Advertisement
মনোরঞ্জন

Nusrat-Yash: মাখোমাখো প্রেমে তিক্ততা? যশ -নুসরতের সম্পর্ক নিয়ে নয়া চর্চা নেটপাড়ায়

  • 1/10

টলিউড জুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহান গত প্রায় এক বছর ধরে আলোচনায়। দীর্ঘদিন কঠিন সময় কাটানোর পরে, নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছেন 'যশরত'। 

  • 2/10

যশ ও নুসরতই যে ঈশানের বাবা-মা, কথা বলতে এখন আর দ্বিধা বোধ করেন না তাঁরা। শুধু তাই না, নিজেদের স্বামী -স্ত্রী রূপেই পরিচয় দেন দু'জনে। 
 

  • 3/10

কিছুদিন আগেই ফিরেছেন কাশ্মীর থেকে। কাজ -প্রেম সব মিলিয়ে দারুণ কেটেছে ভূস্বর্গের দিনগুলি। সেই প্রমাণ মিলেছে তাঁদের সোশ্যাল পেজে। 
 

Advertisement
  • 4/10

এদিকে একে অপরের প্রশংসায় পঞ্চমুখ 'যশরত'। বিভিন্ন সাক্ষাৎকারে নায়িকার কথা থেকে আঁচ পাওয়া গেছে, তাঁকে রীতিমতো চোখে হারান যশ। 

  • 5/10

এই অবধি তো ঠিক ছিল, কিন্তু বিপত্তি ঘটলো দম্পতির করা শুক্রবার ইন্সটা স্টোরি পোস্টে। ঠিক কিসের ইঙ্গিত দিতে চেয়েছেন তাঁরা? 

  • 6/10

নুসরত তাঁর ইন্সটা স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। যেখানে লেখা, "যে ঘরে শান্তি নেই তা কারাগারের সমান। আর ভালোবাসার ঘর, সেরা কারাগার। যা কেউ ছেড়ে যেতে চায় না!"   
 

  • 7/10

যশও একটি স্টোরি শেয়ার করেছেন এরপরে। সেখানে লেখা, "কারাগারে  বন্দি কেন আছো? দরজা তো খোলাই আছে..." 

Advertisement
  • 8/10

এই স্টোরি দেখা মাত্রই নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে কি সম্পর্কে তিক্ততা এসেছে ঈশানের ড্যাডি- মাম্মি? সেই প্রশ্নের উত্তর দেবে সময়। 

  • 9/10

এনা সাহার প্রযোজনায় এবং শিলাদিত্য মৌলিকের পরিচালনায় আসছে 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি'। এই ছবিতে জুটি বাঁধছেন যশ ও নুসরত। 
 

  • 10/10

প্রসঙ্গত, নুসরতের সঙ্গে সব সম্পর্কের ইতি টানতে 'অ্যানালমেন্ট অফ ম্যারেজ' নিয়ে মামলা দায়ের করেন নিখিল জৈন। সম্প্রতি সেই মামলার রায়দান প্রক্রিয়া শেষ হয়ে, দুই পক্ষের আইনজীবীদের হাতে সেই নির্দেশনামা তুলে দেয় আলিপুর আদালত। মামলার রায় আসে নিখিলের পক্ষেই। নুসরত ও নিখিলের বিয়ে বৈধ নয়, জানিয়ে দেয় আলিপুর আদালত।  

Advertisement