Advertisement
মনোরঞ্জন

খোলামেলা ড্রেস-সেক্স আপিলে Urfi-কেও মাঝে মাঝে ছাপিয়ে যাচ্ছেন Sanjeeda, PHOTOS

  • 1/9

বলিউড তথা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে গ্ল্যামারাস অভিনেত্রীর ছড়াছড়ি। তাঁদের ফ্যাশান স্ট্যাটাসও ভক্তদের তাক লাগিয়ে দেয়। সেই তালিকায় বর্তমানে অনেকটাই এগিয়ে রয়েছেন উরফি জাভেদ (Urfi Javed)। তাঁর একের পর এক অভিনব স্টাইল স্টেটমেন্ট মন জয় করছে ফ্যানেদের। তবে সেই দিক থেকে পিছিয়ে নেই আরও এক অভিনেত্রী সঞ্জিদা শেখও।

  • 2/9

২০ ডিসেম্বর ১৯৮৪-এ কুয়েতে জন্ম সঞ্জিদার (Sanjeeda Sheikh)। সোমবার নিজের জন্মদিন উদযাপন করছেন তিনি। তবে তাঁকে দেখে কিন্তু তাঁর বয়স বোঝা যাবে না। তছাড়া প্রায়শই নিজের পোশাক নিয়েও এক্সপেরিমেন্ট করেন তিনি। 
 

  • 3/9

এর জন্য কখনও কখনও তাঁকে ট্রোলের শিকারও হতে হয়। তবে তাতে অবশ্য বিশেষ গুরুত্ব দেন না তিনি। 
 

Advertisement
  • 4/9

কখনও ট্র্যাডিশনাল আউটফিটে তিনি ওয়েস্টার্ন ছোঁয়া দেন, তো কখনও আবার ওয়েস্টার্ন আউটফিটকে অন্যভাবে পরেন। ফ্যানেরা একদিকে যেমন তাঁর ছবিতে আকৃষ্ট হন, অন্যদিকে ঠিক তেমনই তাঁর পোশাক বিষয়ে জানতেও উদগ্রীব থাকেন। 

  • 5/9

ইনস্ট্রাগ্রামে অভিনেত্রীর ৪.৪ মিলিয়ন ফলোয়ার রয়েছেন। এটাই প্রমাণ যে তিনি ফ্যানেদের কতটা হৃদয় জুড়ে রয়েছেন। ফ্যানেরা তাঁকে প্রচুর উৎসাহও দেন। 

  • 6/9

২০০৩ সালে বাগবান ছবি দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন সঞ্জিদা। ছবিটি সফলও হয়েছিল। তাছাড়া পঙ্খ, নবাবজাদে সহ আরও কিছু ছবিতে অভিনয় করেছেন। 

  • 7/9

অন্যদিকে কেয়া হোগা নিম্মো কা, কয়ামত, কেয়া দিল মে হে, পিয়া কা ঘর প্যায়ারা লাগে, বদলতে রিস্তো কি দাসতা, এক হসিনা থি, ইশক কা রঙ সফেদ এবং লাভ কা হ্যায় ইনতেজারের মতো ছবিতেও অভিনয় করেছেন। 
 

Advertisement
  • 8/9

ব্যক্তিগত জীবনে ২০১২ সালে অভিনেতা আমির আলিকে বিয়ে করেন তিনি। তবে ২০২০ সালে তাঁরা আলাদা হয়ে যান। তাঁদের একটি কন্যাও রয়েছে। 
 

  • 9/9

ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া

Advertisement