Advertisement
মনোরঞ্জন

Girija Oak: নীল শাড়ি পরা তরুণী রাতারাতি ভাইরাল, আসলে ইনি কে জানেন?

Girija Oak
  • 1/12

পরনে নীল রঙের লিনেনের শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ। গলায় একটি মাত্র হার, হাতে সামান্য চুড়ি। চুল খোলা। সোফায় বসে ডান দিকে তাকিয়ে মৃদু হাসছেন এক তরুণী।
 

Girija Oak
  • 2/12

সেই ছবি প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে রাতারাতি ঝড় তুলেছেন এই তরুণী। নেটপাড়া মুগ্ধ হয়েছে তাঁর রূপে।
 

Girija Oak
  • 3/12

একেবারে সাধারণ শাড়ি, নামমাত্র মেকআপ ও হাসি দিয়ে এক লহমায় বহু নেটনাগরিকের হৃদয় জয় করেছেন এই তরুণী। 
 

Advertisement
Girija Oak
  • 4/12

 দু’দশকেরও বেশি সময় ধরে মারাঠি এবং হিন্দি চলচ্চিত্রে কাজ করছেন গিরিজা ওক গোড়বোলে। 
 

Girija Oak
  • 5/12

গিরিজার সাম্প্রতিক শাড়ি লুকস অনেক পুরুষের রাতের ঘুম উড়িয়েছে। 
 

Girija Oak
  • 6/12

গিরিজা এখন ন্যাশনাল ক্রাশ-এ পরিণত হয়েছেন। 
 

Girija Oak
  • 7/12

সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই নজরে আসবে তাঁর একের পর এর শাড়ি পরা ছবি। 
 

Advertisement
Girija Oak
  • 8/12

যা প্রমাণ করে বোল্ড পোশাক নয়, শাড়িতেও মন কাড়া যায় মানুষের। 
 

Girija Oak
  • 9/12

গিরিজার একের পর এক শাড়ি পরা ছবি থেকে চোখ সরাতে পারবেন না। 
 

Girija Oak
  • 10/12

ভাইরাল হওয়া প্রসঙ্গে গিরিজা জানিয়েছেন, আমি মুগ্ধ এবং খানিকটা মজা পাচ্ছি!
 

Girija Oak
  • 11/12

যে ভিডিওটি গিরিজাকে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে, সেটি ছিল এক সাক্ষাৎকারের অংশ। সেখানে গিরিজা একটি কলেজ জীবনের ঘটনা শেয়ার করেছিলেন—যা নিয়ে এখন নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন।
 

Advertisement
Girija Oak
  • 12/12

সেই গিরিজাই এখন ভাইরাল নেটমাধ্যমে। নেটাগরিকদের অনেকে গিরিজাকে চিনতে না পারলেও সিনেপ্রেমীরা ঠিক চিনেছেন তাঁকে। 
 

Advertisement