Advertisement
মনোরঞ্জন

Bengali Actress: ঝুলিতে মাত্র ২টি বাংলা ছবি, খোলামেলা পোশাকে পারদ চড়াচ্ছেন বাঙালি অভিনেত্রী

Sizzling Bengali Actress
  • 1/10

'চিরদিনই তুমি যে আমার' ছবি-র টিনা দত্তকে মনে আছে? বাঙালি হলেও অভিনেত্রীকে এখন হিন্দি সিরিয়ালেই বেশি দেখা যায়। 
 

Sizzling Bengali Actress
  • 2/10

একসময়ে টেলিভিশনের পর্দায় ছিল তাঁর নিত্য আসা যাওয়া। বাংলা ও হিন্দি টেলিভিশনে তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে।
 

Sizzling Bengali Actress
  • 3/10

টিনার বোল্ড ফটোশ্যুট রীতিমতো পারদ চড়াচ্ছে নেট দুনিয়ায়। 
 

Advertisement
Sizzling Bengali Actress
  • 4/10

কখনও সুইম স্যুটে নজর কাড়ছেন আবার কখনও বা তাঁর লাস্যময়ী ভঙ্গীমায় উষ্ণতা চড়ছে। 
 

Sizzling Bengali Actress
  • 5/10

তাঁর খোলামেলা পোশাকের ছবি থেকে চোখ সরবে না আপনার। 
 

Sizzling Bengali Actress
  • 6/10

এই মুহূর্তে তাঁকে সেভাবে টেলিভিশনের পর্দায় দেখা না গেলেও সোশাল মিডিয়ায় টিনা বেশ সক্রিয়।
 

Sizzling Bengali Actress
  • 7/10

বহু বছর আগে 'উত্তরণ' ধারাবাহিকে নজর কেরেছিলেন টিনা। এক্কেবারে সাধারণ একটি মেয়ের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছিলেন অভিনেত্রী। 
 

Advertisement
Sizzling Bengali Actress
  • 8/10

বিগ বস ১৬' সিজনে অংশ নিয়েছিলেন টিনা তখন তাঁকে নিয়মিত আবার টিভির পর্দায় দেখতে পাচ্ছিলেন দর্শক।
 

Sizzling Bengali Actress
  • 9/10

মুম্বইতে থাকলেও টিনা কিন্তু আদ্যোপান্ত বাঙালি। 
 

Sizzling Bengali Actress
  • 10/10

শিশুশিল্পী হয়ে শুরু করেছিলেন অভিনয়ের জার্নি। এখন তাঁকে চেনেন বহু দর্শক।
 

Advertisement