Advertisement
মনোরঞ্জন

VIDEO: Bigg Boss-র ঘরে জমে উঠছে রসায়ন, রাকেশকে চুমু খাওয়ার হুকুম শমিতার!

  • 1/8

Bigg Boss ওটিটিতে শমিতা শেঠি এবং রাকেশ বাপতের সুন্দর রসায়ন দর্শকদের মন জয় করছে। প্রতিটি পর্বে সবচেয়ে বড় হাইলাইট থাকে তাঁদের রসায়নে। দিন দিন দুজনের মধ্যে সম্পর্ক গভীর হচ্ছে। রাকেশ তাঁর সহপ্রতিযোগী শমিতার প্রতি যত্নশীলও।
 

  • 2/8

শো'য়ের একটি নতুন প্রোমো প্রকাশিত হয়েছে যেখানে শমিতা রাকেশকে তাঁর গালে চুমু খাওয়ার হুকুম করে বসে। শমিতার এই দাবি পূরণ করতে একমুহূর্তও সময় লাগাননি রাকেশ। বরং তিনি জানান সবসময় তাঁর জন্য প্রস্তুত।
 

  • 3/8

প্রোমো ভিডিওতে দেখা যায় শমিতা খাবার খাচ্ছেন। সেইসময়ে, রাকেশ মাইক্রোওয়েভে খাবার গরম করছিলেন। শমিতা বলে ওঠেন, পুরোপুরি গরম করোনা না। নইলে শক্ত হয়ে যাবে। জবাবে রাকেশ বলেন- আর কিছু? খুনসুটি চলতে থাকে দু'জনের মধ্যেই।
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Voot (@voot)

Advertisement
  • 4/8

রাকেশ এই কথা বললে, শমিতা কয়েক সেকেন্ডের জন্য তাঁর দিকে তাকিয়ে থাকেন। বলেন, তোমার কি কোনও সমস্যা আছে? আমি এটা করতে পারব না। তখন রাকেশ বলে যে তার কোন সমস্যা নেই। তিনি শুধু জিজ্ঞাসা করেন আর কিছু বলতে চাও?
 

  • 5/8

এরপর হঠাৎই রাকেশকে গালে চুমু খাওয়ার আদেশ দিয়ে বসেন শমিতা। ছুটে গিয়ে শমিতার গালে চুমু খায় রাকেশ। সামনে দাঁড়িয়ে থাকা নেহা ভাসিনকে বলেন, খুব মিষ্টি লাগছে না ওকে? জবাবে নেহা বলেন সত্যিই মিষ্টি।
 

  • 6/8

রাকেশ এবং শমিতাকেও শো'তে বেশ কয়েকটি পর্বে একে অপরের সঙ্গে ফ্লার্ট করতে দেখা গেছে। একটি দৃশ্যে রাকেশ শমিতার কাছে গিয়ে তাঁকে জিজ্ঞাসা করেন যে সে এখানে ঘুমাতে পারেন কিনা।
 

  • 7/8

এর আগে একটি পর্বে রাকেশ যখন দিব্যা আগরওয়ালের সঙ্গে কথা বলেছিলেন, শমিতা খুব রেগে গিয়েছিলেন। রাকেশের ওপর বেজায় চটেও গেছিলেন তিনি। 
 

Advertisement
  • 8/8

রাকেশ ও শমিতাকে একসঙ্গে দেখে অনুরাগীরাও বেশ উপভোগ করেন। রাকেশকে শমিতাকে চুমু খেতে এবং তাঁর পা টিপতেও দেখা যায়। তারা দু'জনেই একসঙ্গে অনেকটা সময় কাটায় বিগ বসের ঘরে।
 

Advertisement