Advertisement
মনোরঞ্জন

Dance Bangla Dance: টেলি তারকাদের সঙ্গে 'DBD'-র মঞ্চে জমজমাট ধামাকা! আজকের পর্বের ঝলক...

  • 1/9

গত মে মাস থেকে শুরু হয়েছে জনপ্রিয় নাচের রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স' (Dance Bangla Dance) সিজন ১১। এই সিজনে এই শোয়ের থিম, 'নাচলেই হবে মুশকিল আসান'। 

  • 2/9

করোনা অতিমারীর কঠিন পরিস্থিতিতে যখন সকলের মন ভারাক্রান্ত, তখন এই শো কিছুটা 'রিলিফ' দেবে সকলকে, এমনটাই মনে করা হয়েছিল। আর সেই ভাবনা সত্যি হয়েছে দর্শকদের। ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয় নাচের এই শো। আর সেই প্রমাণ মিলছে প্রতি সপ্তাহের রেটিং চার্টে। গত সপ্তাহের রেটিং চার্টে 'ডিবিডি' পেয়েছে ৬.৪ নম্বর। 
 

  • 3/9

প্রায় প্রতি সপ্তাহেই প্রতিযোগীদের জমজমাট পারফরম্যান্সে বিচারক, গুরু থেকে দর্শকেরা সকলেই চমকে যাচ্ছেন। সেই সঙ্গে হাজির থাকছেন একাধিক অতিথি বিচারক। গত সপ্তাহে এসেছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। 
 

Advertisement
  • 4/9

এই সপ্তাহে অতিথি পারফর্মার হিসাবে থাকবেন জি বাংলার বিভিন্ন ধারাবাহিকের মুখ্য চরিত্র অর্থাৎ টেলি অভিনেতারা। প্রতিযোগীদের সঙ্গে নাচবেন, 'অপরাজিতা অপু' -র দীপু (রোহন ভট্টাচার্য), 'মিঠাই' -র সোম (ধ্রুব সরকার), 'কি করে বলব তোমায়' -র রাধিকা (স্বস্তিকা দত্ত)। 


 

  • 5/9

আরও থাকবেন 'কৃষ্ণকলি'-র  নিখিল তথা নতুন ধারাবাহিক 'উমা'-র অভিমুন্য ( নীল ভট্টাচার্য), 'যুমনা ঢাকি' সিরিয়ালের যমুনা (শ্বেতা ভট্টাচার্য), ও সঙ্গীত (রুবেল দাস)। 


 

  • 6/9

শুধু তাই নয়, থাকছেন সকলের প্রিয় রানিমা। অর্থাৎ 'করুণাময়ী রাণী রাসমণি' -র রানিমা (দিতিপ্রিয়া রায়)। বলাই বাহুল্য প্রতিভাবান প্রতিযোগীদের সঙ্গে অভিনেতাদের পারফরম্যান্সে একেবারে জমজমাট হবে শো। 
 

  • 7/9

উপরি পাওনা হিসাবে থাকবেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। 'ডিবিডি' -র এই সিজনের শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও বিক্রম চট্টোপাধ্যায়। কিন্তু কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েন অঙ্কুশ। তাই তাঁর জায়গায় দুটি পর্বে বিক্রমের সঙ্গে সঞ্চালনা করবেন আবীর। 

 

Advertisement
  • 8/9

এইবারের সিজনে বয়সের কোনও মাপকাঠি নেই প্রতিযোগীদের জন্য। কারণ চ্যানেল মনে করছে, 'খুব ভাল' হতে গেলে 'খুব ছোট' কিংবা 'খুব বড়' হতে হয় না। 

  • 9/9

 ২৮ ও ২৯ অগাস্ট, অর্থাৎ শনি ও রবিবার রাত ৯.৩০ মিনিটে জি বাংলা -তে দেখা যাবে জমজমাট ডান্স ধামাকার এই বিশেষ পর্ব।

 

Advertisement