ছোটপর্দা থেকেই কেরিয়ার শুরু করেন ঊষসী রায়।
ছোটপর্দা থেকেই কেরিয়ার শুরু করেন ঊষসী রায়।
এই মুহূর্তে ঊষসীকে দেখা যাচ্ছে রাজ চক্রবর্তীর গৃহপ্রবেশ সিরিয়ালে।
যেখানে অভিনেত্রীর সাধারণ লুকসই দর্শকদের মন জয় করেছে।
তবে এবার শুভলক্ষ্মী অবতার থেকে বেরিয়ে ঊষসী ধরা দিলেন বোল্ড অবতারে।
কালো রঙের ব্রালেট ও কালো রঙের প্যান্ট পরে সেনসেশন ঊষসী।
খোলা চুল ও হালকা মেকআপেই নায়িকার লুকস পারদ চড়াচ্ছে নেট দুনিয়ায়।
ঊষসীর থেকে চোখ ফেরাতে পারবেন না।
শুভলক্ষ্মীর অবতার থেকে বেরিয়ে ঊষসীর এই লুকসে কুপোকাৎ নেটপাড়া।
নায়িকা ইতিমধ্যেই চুটিয়ে বেশ কিছু ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন।