
সোহিনী সবসময়ই নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন।

শাড়ি হোক বা ওয়েস্টার্ন পোশাক, সোহিনীকে দেখলে চোখ ফেরানো দায়।

এবারেও সোশ্যাল মিডিয়ায় পার চড়ালেন নায়িকা।

বাঁধনির নীল রঙের স্কার্ট ও সঙ্গে সাদা রঙের শার্ট পরেছেন সোহিনী।

স্কার্ট ও সাদা শার্টের সঙ্গে অক্সিডাইসের গয়না মানিয়েছে ভাল।

সোহিনী ক্যামেরায় পোজ দিয়েছেন স্কার্টটিকে পায়ের বেশ কিছুটা ওপরে তুলে।

পেলব দুটি পা থেকে চোখ সরবে না কিছুতেই।

এই লুকসে সোহিনীকে একেবারে অন্য ধরনের লাগছে।

কিছুদিন আগেই বিয়ের এক বছর পূর্তি উদযাপন করেন সোহিনী ও শোভন।

গত বছর ভরা বর্ষায় বিয়ে করেছিলেন তাঁরা। ঘরোয়াভাবেই আইনি বিয়ে সারেন সোহিনী ও শোভন।

এখন দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাটে দুজনে চুটিয়ে সংসার করছেন।