scorecardresearch
 
মনোরঞ্জন

কমলা শাড়ি-গোলাপি ব্লাউজ-উন্মুক্ত নাভি, ফ্যানেদের দীপাবলি উইশ Urfi Javed-এর

Urfi Javed (ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া)
  • 1/8

অভিনেত্রী তথা ফ্যাশ্যান ক্যুইন উরফি জাভেদ (Urfi Javed) প্রায় সবসময়ই ফ্যানেদের আলোচনায় থাকেন। তাঁর খোলামেলা পোশাক, সিজলিং লুক আগুন ধরায় ফ্যানেদের হৃদয়ে। এমনকী তাঁর মেক-আপ নিয়েও আলোচনা চলে ভক্তদের মধ্যে। উরফির ছবি ইন্টারনেটে (Internet) শেয়ার হওয়া মানেই দ্রুত তা ভাইরাল হয়ে যায়। দীপাবলিতেও ফ্যানেদের নিরাশ করেননি উরফি। ট্র্যাডিশনাল আউটফিটে তোলা ছবি শেয়ার করেছেন অভিনেত্রী

Urfi Javed (ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া)
  • 2/8

ছবিতে কমলা ও গোলাপি রঙের শাড়িতে দেখা যাচ্ছে উরফি জাভেদকে। তার সঙ্গে রয়েছে গাঢ় গোলাপি রঙের ব্লাউজ। 
 

Urfi Javed (ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া)
  • 3/8

সঙ্গে সামান্য গ্লসি মেক-আপ এবং ফ্লোরাল প্যাটার্নের কানের দুল পরেছেন উরফি। অভিনেত্রীর ছবি উত্তাপ বাড়িয়েছে ইন্টারনেটজুড়ে। 

Urfi Javed (ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া)
  • 4/8

ফটোগুলি বিশেষ ক্যাপশানের সঙ্গে শেয়ার করেছেন উরফি। ক্যাপশানে তিনি লিখেছেন, 'শুভ দীপাবলি আমার ভালবাসা, পটকা ফাটিও না, বরং পটকা হও'। 

Urfi Javed (ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া)
  • 5/8

দীপাবলি উপলক্ষ্যে শেয়ার করা ২টি ছবিতে আলাদা পোজ দিয়েছেন উরফি। 
 

Urfi Javed (ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া)
  • 6/8

ছবিতে বিভিন্ন কমেন্ট করেছেন ভক্তরা। তাঁকে দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন তাঁরা। 
 

Urfi Javed (ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া)
  • 7/8

প্রসঙ্গত বোল্ড লুকের জন্য মাঝে মধ্যে ট্রোলডও হন উরফি। যদিও তাতে অবশ্য থোরাই কেয়ার তাঁর। 
 

Urfi Javed (ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া)
  • 8/8

ছবি সূত্র - উরফি জাভেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট