scorecardresearch
 
Advertisement
টলিউড

Tollywood Celebs Diwali Look: আলোর উৎসবে ট্রাডিশনাল সাজ! দেখুন টলি সুন্দরীদের দীপাবলি লুক

Tollywood Celebs Diwali Look - টলিউড নায়িকাদের দীপাবলি লুক
  • 1/8

দুর্গাপুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দীপাবলির কাউন্ট ডাউন শুরু হয়ে যায়। প্রায় গোটা দেশে পালিত হয় এই দীপাবলি বা দিওয়ালি। কেনাকাটা, খাওয়া-দাওয়া, আড্ডা, পুজো, সব মিলিয়ে আনন্দ উৎসবে গা ভাসান আট থেকে আশি। টলিউড অভিনেত্রীরাও নিজের সাজিয়েছেন আলোর উৎসব উপলক্ষে। ছবিতে দেখুন, কে কেমন সেজেছেন। 
 

Tollywood Celebs Diwali Look - টলিউড নায়িকাদের দীপাবলি লুক
  • 2/8

মিমি চক্রবর্তী দীপাবলী উৎসব উপলক্ষে শেয়ার করেছেন, বেশ কয়েকটি ছবি। সাদা- গোলাপি কম্বিনেশনের টু-পিসের সঙ্গে সোনালী রঙা কস্টিউম জুয়েলারি পরেছেন সাংসদ -নায়িকা। 

Tollywood Celebs Diwali Look - টলিউড নায়িকাদের দীপাবলি লুক
  • 3/8

যে কোনও উৎসবে শাড়িতেই নিজেকে সাজাতে পছন্দ করেন কোয়েল মল্লিক। গাঢ় গোলাপি রঙের শাড়ির সঙ্গে কোয়েলও পরেছেন মানানসই কস্টিউম জুয়েলারি। প্রদীপের সামনে পোজ দিয়ে একবারে যেন 'দীপাবলি পারফেক্ট' ছবি। 
 

Advertisement
Tollywood Celebs Diwali Look - টলিউড নায়িকাদের দীপাবলি লুক
  • 4/8

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের উজ্জ্বল লেহেঙ্গা পরা লুক, উৎসবের আবহের সঙ্গে হাতে প্রদীপের থালা নেওয়া ফটো সেশন অনেকটা 'চেরি অন দ্য টপ' - এর মতো। 

Tollywood Celebs Diwali Look - টলিউড নায়িকাদের দীপাবলি লুক
  • 5/8

দীপাবলিতে পাওলি দাম নিজের জন্য বেছেছেন, একটি হ্যান্ডলুম শাড়ি। খোলা চুলে, নায়িকার নো-মেকআপ লুক, অন্যাদের ভিড়ে যেন অনেকটাই আলাদা ও স্নিগ্ধ। 
 

Tollywood Celebs Diwali Look - টলিউড নায়িকাদের দীপাবলি লুক
  • 6/8

শুভশ্রী গাঙ্গুলী দীপাবলি উপলক্ষে শেয়ার করেছেন একটি লেহেঙ্গা পরা ট্রাডিশনাল লুক। খোঁপায় ফুল, ভারী গয়নায় রাজ ঘরণী যেন হয়ে উঠেছেন নজরকাড়া। 

Tollywood Celebs Diwali Look - টলিউড নায়িকাদের দীপাবলি লুক
  • 7/8

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর  তাঁর সোশ্যাল পেজে নিজের একটি ছবি শেয়ার করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। হলুদ রঙা সালোয়ার -কামিজের সঙ্গে নায়িকা বেছে নিয়েছেন একটি বড় ট্রেন্ডি ঝুমকা। 

Advertisement
Tollywood Celebs Diwali Look - টলিউড নায়িকাদের দীপাবলি লুক
  • 8/8

তনুশ্রী চক্রবর্তী দীপাবলির উপলক্ষে পরেছেন একটি লাল-কমলা রঙা লেহেঙ্গা। আলোর রোশনাইতে অভিনেত্রী হয়ে উঠেছেন আরও উজ্জ্বল।  

Advertisement