scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

Urfi Javed: উন্মুক্ত পেট, বক্ষ বিভাজিকা-সহ ছবি পোস্ট Urfi-র, ভাইরাল নিমেষে

উন্মুক্ত পেট, বক্ষ বিভাজিকা-সহ ছবি পোস্ট Urfi-র, ভাইরাল নিমেষে
 • 1/9
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urrfii (@urf7i)

 

উন্মুক্ত পেট, বক্ষ বিভাজিকা-সহ ছবি পোস্ট Urfi-র, ভাইরাল নিমেষে
 • 2/9

Urfi Javed মানেই ধামাকা। একের পর এক ছবি পোস্ট করে বেশ চর্চায় থাকতে ভালোবাসেন তিনি। এবারও তার ব্যতিক্রম হল না। 
 

উন্মুক্ত পেট, বক্ষ বিভাজিকা-সহ ছবি পোস্ট Urfi-র, ভাইরাল নিমেষে
 • 3/9

সোমবারই নিজের ইনস্টাগ্রামে একটা খোলামেলা ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর সেই ছবি পোস্টের পর থেকে নেটিজেনরা কমেন্ট করচে শুরু করেছেন উরফির ছবিতে। 

Advertisement
উন্মুক্ত পেট, বক্ষ বিভাজিকা-সহ ছবি পোস্ট Urfi-র, ভাইরাল নিমেষে
 • 4/9

আর কমেন্ট করবেনই না বা কেন? আসলে বিগ বস ওটিটির এই প্রতিযোগী নিজেই যে ক্যাপশন চেয়েছেন নেটিজেনদের থেকে। লিখেছেন, 'Caption this for me please !'

উন্মুক্ত পেট, বক্ষ বিভাজিকা-সহ ছবি পোস্ট Urfi-র, ভাইরাল নিমেষে
 • 5/9

উরফির এই ছবি পোস্ট করার মাত্র ৪ ঘণ্টার মধ্যে প্রায় ৪১ হাজার জন লাইক করেছেন। কমেন্টও করেছেন কেউ কেউ। 
 

উন্মুক্ত পেট, বক্ষ বিভাজিকা-সহ ছবি পোস্ট Urfi-র, ভাইরাল নিমেষে
 • 6/9

প্রসঙ্গত, নিত্যনতুন কাণ্ড-কারখানা করে প্রায় ভাইরাল উরফি। বিশেষ করে পোশাকের জন্য কখনও সখনও সমালোচিতও হন তিনি। তবে তাতে খুব একটা কান দেন না। 

উন্মুক্ত পেট, বক্ষ বিভাজিকা-সহ ছবি পোস্ট Urfi-র, ভাইরাল নিমেষে
 • 7/9

এর আগে দেখা গিয়েছে ব্রা ছাড়া পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়েছেন। আবার কখনও ডোন্ট কেয়ার মনোভাব দেখিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন। 

Advertisement
উন্মুক্ত পেট, বক্ষ বিভাজিকা-সহ ছবি পোস্ট Urfi-র, ভাইরাল নিমেষে
 • 8/9

 কয়েকদিন আগে সমালোচকদের বার্তাও দিয়েছেন তিনি। 'নিজের চরকায় তেল দিন' ইংরেজিতে লেখা এমন একটা শার্ট পরেছিলেন তিনি।

উন্মুক্ত পেট, বক্ষ বিভাজিকা-সহ ছবি পোস্ট Urfi-র, ভাইরাল নিমেষে
 • 9/9

তবে এত বিতর্কের পরও সোশাল মিডিয়ায় দিনে দিনে বাড়ছে তাঁর ফলোয়ার সংখ্যা। আর তা বেশ উপভোগ করছেন অভিনেত্রী। 

Advertisement