scorecardresearch
 
বলিউড

Aisha Sharma : ব্রা ছাড়া বোল্ড ফটোশুট আইশা শর্মার, চোখে ধাঁধা লেগে যাবে

Aisha Sharma shares her pictures Satyameva Jayate star wearing mustard coloured coat abk three
  • 1/12

Aisha Sharma: ব্রা ছাড়া ছবি তোলার অনেক ঝক্কি। একটু এদিক-ওদিক হলেই সমালোচনার মুখে পড়তে হয়। তবে এই কাজ খুব দক্ষ হাতে সামলেছেন আইশা শর্মা। দিন কয়েক আগে একই কাজ করেছিলেন নিক্কি তামবোলি। এবার সেই পথে আইশা শর্মা (Aisha Sharma)। তাঁর বোল্ড ছবিতে মাতোয়ারা তামাম নেট-দুনিয়া।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার মেনুতে 'হালাল মাংস' নিয়ে বিতর্ক, কী জিনিস সেটা?

Aisha Sharma shares her pictures Satyameva Jayate star wearing mustard coloured coat abk one
  • 2/12

তাঁর (Aisha Sharma) নয়া ছবি রীতিমতো হিট। ফ্যানেরা তুমুল প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। আর তাই ছবি হয়ে গিয়েছে ভাইরাল। মাস্টার্ড কালারের রাফলড কোট পরে রয়েছেন তিনি (Aisha Sharma)। বক্ষ কার্যত উন্মুক্ত। আর সেই ছবি আলোড়ন ফেলে দিয়েছে সব জায়গায়।

আরও পড়ুন: কিডনি স্টোনের আশঙ্কা কমায়-ইমিউনিটি বাড়ায় কমলালেবু, রয়েছে আরও অনেক গুণ

Aisha Sharma shares her pictures Satyameva Jayate star wearing mustard coloured coat abk two
  • 3/12

এ তো গেল শরীরের ওপর ভাগের পোশাক। নীচে রয়েছে শর্টস। যা তাঁর (Aisha Sharma) আবেদন আরও বাড়িয়ে তুলেছে যেন।

আরও পড়ুন: পর্নে মানা, অন্য মহিলার সঙ্গে সম্পর্কেও! স্বামীকে 'বেঁধে' রাখতে আজব নিয়ম স্ত্রীর

Aisha Sharma shares her pictures Satyameva Jayate star wearing mustard coloured coat abk four
  • 4/12

দিন কয়েক আগে তাঁর ছবি ভাইরাল হয়েছিল। তাঁর পরনে ছিল অ্যাথলেটিক আউটফিট। সাদা-কালো সেই পোশাকে দারুণ দেখাচ্ছিল তাঁকে।

আরও পড়ুন: ৩০ বছর বয়সের পর মা হতে চাইলে এই ৫ জরুরি জিনিস মাথায় রাখুন

Aisha Sharma shares her pictures Satyameva Jayate star wearing mustard coloured coat abk five
  • 5/12

বলিউডে কাজ শুরু সত্যমেব জয়তে দিয়ে। তিনি নেহা শর্মার ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। 

আরও পড়ুন: শীতের 'সুপারফুড' লালশাক, ভাল রাখে চোখ-দাঁত, সারায় অ্যানিমিয়া, আরও অনেক গুণ

Aisha Sharma shares her pictures Satyameva Jayate star wearing mustard coloured coat abk six
  • 6/12

আইশা নিজের কেরিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। সেখানে বেশ কিছু সময় কাজ করার পর এসেছেন বলিউডে।

Aisha Sharma shares her pictures Satyameva Jayate star wearing mustard coloured coat abk seven
  • 7/12

তবে এ কথা বলা যায় সিনেমায় নামার আগে তিনি বেশ প্রস্তুতি নিয়েই এসেছিলেন। পর পর সেমিনারে যোগ দিয়েছিলেন। 

Aisha Sharma shares her pictures Satyameva Jayate star wearing mustard coloured coat abk eight
  • 8/12

মনোজ বাজপেয়ির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

Aisha Sharma shares her pictures Satyameva Jayate star wearing mustard coloured coat abk nine
  • 9/12

আইশার নয়া ছবি যেন আগুন লাগিয়ে দিয়ে ইন্টারনেটে।

Aisha Sharma shares her pictures Satyameva Jayate star wearing mustard coloured coat abk ten
  • 10/12

তাঁর কিলিং লুক এখন চর্চার বিষয়। 

Aisha Sharma shares her pictures Satyameva Jayate star wearing mustard coloured coat abk eleven
  • 11/12

নিজের ছবিতে তিনি আলাদা করে আর কোনও কমেন্ট করেননি। তাঁর বোন নেহা শর্মা অবশ্য ফায়ারের ইমোটিকন দিয়েছেন। বলা যেতে পারে তিনি সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। ইন্সটাগ্রামে ২.৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে তাঁর।

Aisha Sharma shares her pictures Satyameva Jayate star wearing mustard coloured coat abk twelve
  • 12/12

নতুন ছবি শেয়ার করার পর কমেন্টের বন্যা বইছে সেখানে। অনেকে হার্ট ইমোটিকন দিয়েছেন। একজন আবার তাঁকে মিস করছেন বলে কমেন্ট করেছেন। একদন বলেছেন, 'লুকিং সো হট।' একজন আবার তাঁর এই ছবিকে বছরের সেরা ছবি বলেছেন। ঘটনা হল, তিনি নিজের বোল্ড লুকের জন্য সব সময় চর্চায় থাকেন।