Advertisement
মনোরঞ্জন

'পোশাক পরেন না কেন?' ট্রোলারদের অভিনব জবাব Urfi Javed-এর

  • 1/7

'বিগ বস ওটিটি'-এর সেনসেশন উরফি জাভেদের জনপ্রিয়তা বিদ্যুতের গতিতে ছড়াচ্ছে। প্রতিদিন তিনি চর্চায় থাকেন, নিজের অদ্ভুত পোশাকের কারণে। 
 

  • 2/7

উরফি যেখানেই যান, যাই করেন, পাপারাৎজিদের ক্যামেরা তাঁর পিছু পিছু ঘুরতে থাকে। উরফি জাভেদের জনপ্রিয়তা ইন্সটাগ্রাম, সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে।
 

  • 3/7

উরফির প্রতিটি লুক ভাইরাল হয় ইন্টারনেটে। অনুগামীরাও অপেক্ষায় থাকেন, এবার কী নতুন লুকে দেখা যাবে তাঁকে? অনেকের ফ্যাশন আইকন হয়ে উঠেছেন উরফি। তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানান অনেকেই।
 

Advertisement
  • 4/7

এরই মধ্যে উরফির একটি নতুন ভিডিও ইন্টারনেটে ভাইরাল। ট্রোলারদের উপযুক্ত জবাব দেন তিনি। তাও, তাঁর ড্রেসিং স্টাইলের মধ্যে দিয়ে। উরফিকে প্রায়শই ট্রোলড হতে দেখা যায়।
 

  • 5/7

সম্প্রতি ট্রোলাররা উরফিকে কীভাবে পোশাক পরা উচিত তা নিয়ে পরামর্শ দেয়। এর পাল্টা, উরফি ভিডিওটি শেয়ার করে উত্তর দিয়েছেন, 'আপনার কাজের প্রতি মনোযোগী হন।' উরফি একটি ডেনিম জ্যাকেট পরেন, যার পিছনে লেখা ছিল এই লেখাটি। 
 

  • 6/7

উরফি জাভেদ যাই পরুক না কেন তাঁকে খুবই আত্মবিশ্বাসী দেখায়, যা বলিউডে আর কাউকে এখনও পর্যন্ত দেখেনি দর্শকেরা। তাই বারংবার চোখ টানেন তিনি।
 

  • 7/7

আজকাল, উরফি জাভেদ সেলিব্রিটি হয়ে উঠেছেন। উরফি জাভেদকে যখনই দেখা যায়, সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে ওঠেন।
 

Advertisement