scorecardresearch
 
মনোরঞ্জন

শাড়ি পরে বনেটে শুয়ে মোনালিসা, নেট দুনিয়ায় তুললেন ঝড়; দেখুন

ভোজপুরি
  • 1/7

ভোজপুরি ইন্ডাস্ট্রির সুপরিচিত মুখ অভিনেত্রী মোনালিসা, সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তাঁর ছবি ও ভিডিও ইন্টারনেট জুড়ে ভাইরাল হচ্ছে। মোনালিসার ভক্তরা শুধু ভোজপুরি সিনেমার দর্শক নন, সারা দেশেই ছড়িয়ে আছে তাঁর অনুরাগীরা।
 

ইনস্টাগ্রামে
  • 2/7

ইনস্টাগ্রামে খুবই সক্রিয় থাকেন মোনালিসা। প্রায় প্রতিদিনের আপডেট দিতে থাকেন তিনি। ইদানিং, দেশি লুকে ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে মোনালিসাকে। ছবিটি গোলাপি রঙের শাড়িতে নজর কেড়েছেন অভিনেত্রী। ছবিটি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘পিঙ্ক লাভ’। 
 

গোলাপি রঙের
  • 3/7

গোলাপি রঙের শাড়ি আর নীল রঙের ব্লাউজে অভিনেত্রীর লাস্যময়ী শরীর প্রস্ফুটিত হচ্ছে। গাড়ির বনেটে বসেই তাক লাগানো ছবিগুলি ক্লিক করেছেন অভিনেত্রী। সবসময়ই পিকচার পারফেক্ট অভিনেত্রী।
 

মাত্র কয়েক
  • 4/7

মাত্র কয়েক ঘণ্টায় ৩০ হাজারেরও বেশি লাইক, ৪০০ টিরও বেশি মন্তব্য এসেছে মোনালিসার ছবিতে। মোনালিসার হাসি পছন্দ করেন এমন ভক্তও প্রচুর। তাঁর ক্রেজ কম কিছু না।
 

গাড়ির
  • 5/7

গাড়ির বনেটে শুয়ে, বসে পোজ দিতে দেখা যায় মোনালিসাকে।
 

সম্প্রতি
  • 6/7

সম্প্রতি, নীল রঙের বিকিনিতে সুইমিং পুলে নিজের একটি পুরনো ছবি শেয়ার করেছিলেন তিনি। সেই ছবিও বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে।

এরপরই
  • 7/7

এরপরই পরপর ট্র্যাডিশনাল লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী।