scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

Miss Universe 2021 ইভেন্টে ৪০ লাখের পোশাক পরলেন Urvashi, দেখুন

Urvashi Rautela
  • 1/9

বলিউডের অন্যতম স্টাইলিশ ও গ্ল্যামারাস অভিনেত্রী হলেন উর্বশী রউতেলা। নিজের সুপার সিজলিং ও স্টাইলিশ লুকে প্রায়শই ফ্যানেদের মুগ্ধ করেন তিনি। কিন্তু আপনি কি জানেন বিলাশবহুল জীবনযাপনের পাশাপাশি তাঁর পোশাকও বেশ দামী। 
 

Urvashi Rautela
  • 2/9

সম্প্রতি মিস ইউনিভার্স ২০২১ পেজেন্টে বিচারক হিসেবে সামিল হলেছিলেন উর্বশী। সেই ইভেন্টে তিনি একটি কালো রঙের নেটের পোশাক পরেন। যার দাম প্রায় লাখ টাকা। 
 

Urvashi Rautela
  • 3/9

পোশাকটির দাম ৪০ লক্ষ টাকা। এবার নিশ্চয় আপনি ভাবছেন যে ওই পোশাকে এমন কী আছে যার জন্য এত দাম। 

Advertisement
Urvashi Rautela
  • 4/9

হল্টার ডিপ নেক কালো নেটের পোশাকটিতে সুন্দর সোনালি কাজ করা ছিল। 
 

Urvashi Rautela
  • 5/9

অভিনেত্রীর পোশাকটি খুবই ইউনিক ছিল। আর পোশাকের সঙ্গে তাঁর মেক-আপও ছিল বিশেষ। ব্ল্যাক আই লুক, গ্লসি বেস ও গোলাপী লিপস্টিকে তাঁর সৌন্দর্য ঝড়ে পড়ছিল। 
 

Urvashi Rautela
  • 6/9

এর সঙ্গে হিরের কানের দুল  আঙটিও পরেছিলেন উর্বশী। এই লুকের বেশকিছু ছবিও শেয়ার করেছেন তিনি। 

Urvashi Rautela
  • 7/9

উর্বশীর এই লুক ফ্যানেদের খুবই পছন্দ হয়েছে। 
 

Advertisement
Urvashi Rautela
  • 8/9

এই লুকে যাঁরাই উর্বশীকে দেখেছেন তাঁরাই আর চোখ ফেরাতে পারছেন না। 
 

Urvashi Rautela
  • 9/9

ছবি সূত্র-ইনস্টাগ্রাম

Advertisement