গত ২২ মে থেকে শুরু হয়েছিল জি বাংলার নাচের রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স' সিজন ১১। দীর্ঘ ৭ মাস পর ইতি হল 'ডিবিডি'-র। ১৯ ডিসেম্বর, রবিবার সম্প্রচার হল গ্র্যান্ড ফিনালে।
সেরা ৬ ফাইনালিস্টকে নিয়ে হয়েছিল গ্র্যান্ড ফিনালের প্রতিযোগিতা। এই সিজনে ফাইনালিস্ট ছিলেন - ঋষিতা, সৌভিক -মেঘা, অর্ণব- সুকন্যা, গ্যাং স্ট্রিট মাফিয়া, আর পি ব্রাদার্স ও রেইস -পলাশ।
দ্বিতীয় রানার আপ অর্থাৎ তৃতীয় স্থানাধিকারী, 'ওয়ান্ডার কিড' ঋষিতা। হাতে চোট নিয়েও শেষ পর্যন্ত জমিয়ে নেচে মন জয় করেছে এই ক্ষুদে।
চতুর্থ স্থানে রয়েছে সৌভিক ও মেঘা। ইতিমধ্যেই জি বাংলার নতুন ধারাবাহিক 'পিলু' -র কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছে মেঘা দাঁ।
বহু সংগ্রামের পর এই জায়গায় পৌঁছে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন বিজয়ী জুটি। অর্ণব একটি নাচের স্কুল চালান। অন্যদিকে সুকন্যা, তাঁর ছাত্রী।
ডান্স বাংলা ডান্স' সিজন ১১-র বিচারকের আসনে ছিলেন বলিউড সুপারস্টার গোবিন্দা, টলিউডের গ্ল্যামার ক্যুইন শুভশ্রী গাঙ্গুলী ও সুপারস্টার জিৎ।
সেই সঙ্গে গুরুর আসনে ছিলেন বাংলার চার অভিনেতা তথা নৃত্যশিল্পী- ওম সাহানী, দেবলীনা কুমার, রিমঝিম মিত্র ও সৌমিলি বিশ্বাস। এবারে শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও বিক্রম চট্টোপাধ্যায়।