scorecardresearch
 
মনোরঞ্জন

বিয়ের পর প্রথম লোহরি ভিকি-ক্যাটরিনার, শীতের আদরে প্রেমের 'ওম'

বিয়ের পর
  • 1/8

বিয়ের পর প্রথম লোহরি উদযাপন করলেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। বলিউডের অন্যতম ট্রেন্ডিং দম্পতি ভিকি-ক্যাট। ক্যাটরিনাকে জড়িয়ে ধরে ভিকিকে লোহরি উদযাপন করতে দেখা যায়। সদ্য বিবাহিত দম্পতি এই তারকা জুটির ছবি দেখে আপ্লুত নেটিজেনরা।

দু'জনের
  • 2/8

দু'জনের সোশ্যাল মিডিয়াতেই লোহরি উদযাপনের ছবি আপলোড হতেই ভাইরাল হয়ে পড়ে। ভিকি-ক্যাটের মিষ্টি জুটিকে শুভেচ্ছা জানিয়ে যান ভক্তরা।

লোহরি উদযাপনে
  • 3/8

লোহরি উদযাপনে ক্যাটরিনা ও ভিকিকে দেখা যায় ক্যাজুয়াল পোশাকেই। জ্যাকেট, জিন্স, প্যান্ট-এ দেখা গেছে ভিকিকে। ক্যাটরিনাকে দেখা যায় লাল সালোয়ার আর ভারী কালো জ্যাকেটে।

দু'জনের
  • 4/8

দু'জনের মুখের চওড়া হাসিই স্পষ্ট করে দিচ্ছে খুশির জোয়ার বইছে  দম্পতির জীবনে।

বিয়ের পর
  • 5/8

বিয়ের পর পঞ্জাবি উৎসব পালন করতে দেখা গেল ক্যাটরিনাকে। ভিকি-ক্যাটরিনার এই ক্যান্ডিড ছবি নিয়ে ভক্তদের থেকে নানান মন্তব্য উঠে এসেছে। পাশাপাশি, লোহরির শুভেচ্ছা জানান অনুরাগীরা।

ভিকি ক্যাটরিনার
  • 6/8

ভিকি ক্যাটরিনার এই ছবিগুলি ফ্যানেদের জন্য বড় সড় ট্রিটের সমান বলাই বাহুল্য। ইতিমধ্যে, কয়েক লক্ষ অনুরাগীর মন জয় করেছে ভিকি-ক্যাটের এই ছবিগুলি।
 

লোহরির আগে
  • 7/8

লোহরির আগে সম্প্রতি একসঙ্গে বড়দিনও উদযাপন করেছিলেন তাঁরা। এর আগে একসঙ্গে বড়দিন উদযাপনের একটি ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা। যেখানে রোমান্টিক কায়দায় হাজির এই দম্পতি। দুজনেই একে অপরকে জড়িয়ে ধরেছিলেন।

রাজস্থানে
  • 8/8

রাজস্থানে ২০২১-এ ভিকি-ক্যাটরিনার জাঁকজমক করে বিবাহ অনুষ্ঠান হয়। ২০২১-এর ৯ ডিসেম্বর বিয়ে করেন এই জুটি। তাঁদের বিয়ের ছবিগুলিতেও ভালোবাসায় ভরান ভক্তরা।
 

 
; ; ;