Advertisement
মনোরঞ্জন

Virat-Anushka: বিরাট-অনুষ্কার ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল , প্যাচ আপ করালেন কে?

Virat Anushka
  • 1/11

বিরাট ও অনুষ্কা ২০১৭ সালে বিয়ে করেন। এর ঠিক ৬ বছর আগে শ্যাম্পুর বিজ্ঞাপনে তাঁদের প্রথম আলাপ হয়েছিল। 
 

Virat Anushka
  • 2/11

বিরাট ও অনুষ্কা দীর্ঘ সময় ধরে তাঁদের সম্পর্ককে গোপন রেখেছিল। তবে তাঁদের একসঙ্গে অনেক জায়গাতেই দেখা যেত। 
 

Virat Anushka
  • 3/11

ফ্যান-ভক্তরা বিরাট ও অনুষ্কাকে বিরুষ্কা বলে ডাকেন। একাধিকবার বিরাটের খেলার সময় অনুষ্কাকে মাঠে দেখা গিয়েছে। 
 

Advertisement
Virat Anushka
  • 4/11

সম্পর্কে থাকাকালীন অনুষ্কা ও বিরাট বহু সমস্যায় পড়েছিলেন। আজ তাঁদের সম্পর্ক এত মজবুত হলেও একসময় ব্রেক আপের মতো পরিস্থিতি চলে এসেছিল। 
 

Virat Anushka
  • 5/11

২০১৬ সালের গোড়াতেই বিরাট ও অনুষ্কার ব্রেক আপ হয়ে গিয়েছিল। তবে কেন তাঁরা আলাদা হয়েছিলেন সেই খবর সামনে আসেনি। 
 

Virat Anushka
  • 6/11

তবে কিছুদিন পরই তাঁদের মধ্যে সব মিটমাট হয়ে যায়। আর আজও তাঁরা একসঙ্গে রয়েছেন। 
 

Virat Anushka
  • 7/11

অনুষ্কা ও বিরাটের এই প্যাচ আপ করানোর পিছনে হাত ছিল সলমন খানের।
 

Advertisement
Virat Anushka
  • 8/11

সূত্রের খবর, অনুষ্কার ছবি সুলতান-এর শ্যুটিং-এর সময় সলমন খান নায়িকাকে বুঝিয়ে ছিলেন। 
 

Virat Anushka
  • 9/11

সলমন অনুষ্কাকে সেই সময় প্রায়ই বলতেন যে ভালোবাসা একবারই হয়, যদি সত্যিকারের ভালোবাসা হয়ে থাকে, তাহলে সেটা রেখে দাও। 
 

Virat and Anushka
  • 10/11

মনে করা হয়, সলমনের সেই পরামর্শ মেনেছিলেন অনুষ্কা। তাই আজ বিরাটের সঙ্গে সুখে সংসার করছেন নায়িকা। 
 

Virat and Anushka
  • 11/11

বিরাট-অনুষ্কার বিয়ের ৮ বছর হয়ে গেল। তাঁদের দুই সন্তান নিয়ে এখন লন্ডনে থাকছেন এই তারকা দম্পতি। ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম
 

Advertisement