scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

উরফিকে চেপে ধরে চুম্বনরত কে এই যুবক ! কী সম্পর্ক তার সঙ্গে ? জানেন ?

উরফির ঠোঁটে চুম্বন যুবকের
  • 1/8

অভিনেত্রী উরফি জাভেদ মানেই গরমাগরম। প্রায় প্রতিদিনই তিনি তাঁর বোল্ড ছবি পোস্ট করতে থাকেন তিনি। ভক্তরাও লুটিয়ে পড়েন তাঁর ছবির পিছনে।

উরফির ঠোঁটে চুম্বন যুবকের
  • 2/8

তাঁকে বিগ বসে দেখা গিয়েছিল। যদিও তিনি বিগ বসে বেশিদিন টিঁকতে পারেননি। তিনি বিগ বস থেকে বিদায় নেওয়া প্রথম প্রতিযোগী ছিলেন। 

উরফির ঠোঁটে চুম্বন যুবকের
  • 3/8

সেই উরভি জাভেদের কিছু ছবি সামনে এসেছে। এ ছবিতে শুধু উরফি নন তাঁর সঙ্গে দেখা যাচ্ছে এক হ্য়ান্ডসাম পুরুষকে। তাঁকে জড়িয়ে ধরে রয়েছেন সেই ব্যক্তি। গালে, ঠোঁটে এঁকে দিচ্ছেন চুম্বন।

Advertisement
উরফির ঠোঁটে চুম্বন যুবকের
  • 4/8

উরফি জাভেদ ইদানীং তাঁর সাহসী পোশাকের পাশাপাশি নতুন নতুন ক্যাপশনে অত্যন্ত সাবলীল। যা পছন্দ করেন নেটিজেনরা। বিগ বস থেকে বেরিয়ে যাওয়ার পরও তাঁর ফ্যান ফলোয়িং ক্রমবর্ধমান।

উরফির ঠোঁটে চুম্বন যুবকের
  • 5/8

তাই তাঁকে জড়িয়ে ধরে এভাবে চুমু খাওয়ার ছবি ভাইরাল হতেই অনেক পুরুষ ভক্তের হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। অনেকেই ভাবতে পারেন কে এই যুবক।

উরফির ঠোঁটে চুম্বন যুবকের
  • 6/8

কিন্তু উরফি জানাচ্ছেন এ ছবি নতুন নয়। পুরনো। ওই যুবকের নাম পারস কলনাবত। তিনি অনুপমা নামে একটি সিরিয়ালে অভিনয় করতেন। সেই সময় পারসের সঙ্গে তাঁর রিলেশনশিপ গড়ে ওঠে।

উরফির ঠোঁটে চুম্বন যুবকের
  • 7/8

যদিও ছবিতে উরফি এবং পারসকে নানা ভঙ্গিমায় ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে। তার মধ্যে বেশিরভাগ ছবিতেই উরফিকে চুম্বনে ভরিয়ে দিচ্ছেন পারস।

Advertisement
উরফির ঠোঁটে চুম্বন যুবকের
  • 8/8

সেই সময় তাঁদের কেমিস্ট্রি যে বেশ ভালই ছিল তা ছবিই বয়ান করছে। তবে তাঁদের সম্পর্ক ৯ মাসেই ভেঙে যায়। কারণ জানা যায়নি। তবে দুজনকে ২০১৮ এর পর থেকে আর একসঙ্গে দেখা যায়নি। ভক্তদের হৃদয় কী জুড়োল ?

Advertisement