scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

মধ্য চল্লিশেও সমুদ্রে আগুন লাগালেন পুজা বত্রা, শরীরী আঁচে পুড়ছেন ভক্তরা

সেনসেশনাল পুজা
  • 1/8

পুজা বাত্রা এক সময় বলিউডে যথেষ্ট সাড়া জাগিয়ে শুরু করলেও ইদানীং দীর্ঘদিন তেমন কোনও সিনেমায় তাঁকে দেখা যাচ্ছে না। একটু আড়ালে আবডালেই থাকছেন তিনি। যদিও তিনি সোস্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন বরাবর।

সেনসেশনাল পুজা
  • 2/8

সম্প্রতি তাঁকে দেখা যাচ্ছে তিনি ফ্রেঞ্চ পলিনেশিয়াতে বোরা বোরা আইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছেন। সেখানে তিনি সমুদ্রের জলে জলক্রীড়ায় মেতে রয়েছেন। 

সেনসেশনাল পুজা
  • 3/8

সেখানে তাকে হট লুকে দেখা যাচ্ছে। জলের মধ্যে তার টানটান শরীর আধ ডোবা হয়ে রয়েছে। শরীর থেকে চুঁইয়ে পড়ছে গ্ল্যামার। 

Advertisement
সেনসেশনাল পুজা
  • 4/8

সেখানে তাকে একটি ছবিতে দেখা যাচ্ছে সাদা ফ্রিল দেওয়া বুক ঢাকা টপ পড়ে থাকতে। তাতে শরীরের বাকি অংশ উন্মুক্ত। সেই সঙ্গে নীল ফুলছাপ প্যান্টি-তে তাকে আকর্ষণীয় লুকে দেখা যাচ্ছে।

সেনসেশনাল পুজা
  • 5/8

একটি ছবিতে তাঁকে ফ্রক পড়ে দেখা যাচ্ছে। সেখানে জলের মধ্যে তিনি আকর্ষণীয় বিভঙ্গে দেখা যাচ্ছে। গোলাপী ফ্রকে তাঁর বয়স যেন কমে গিয়েছে অনেকটাই।

সেনসেশনাল পুজা
  • 6/8

আবার কোনও ছবিতে তাঁকে সমুদ্রের তীরে শীর্ষাসন করতে দেখা যাচ্ছে যোগার কালো পোশাকে। যেখানে তাঁর প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে। এই ছবিতে তিনি পিছন ঘুরে রয়েছেন।

সেনসেশনাল পুজা
  • 7/8

একটি ছবিতে স্বামীর সঙ্গে ফিল গুড আবহাওয়ায় দেখা যাচ্ছে তাঁকে। ভাল সময় কাটাচ্ছেন যে তা বেশ বোঝা যাচ্ছে। পুজা বত্রা ইদানীং সিনেমা না করলেও তাঁর গ্ল্যামারে যে ভাঁটা পড়েনি তা স্পষ্টই দেখা যাচ্ছে।

Advertisement
সেনসেশনাল পুজা
  • 8/8

মধ্য় চল্লিশেও তিনি শরীর থেকে দ্যুতি বের করছেন, তাতে ঘায়েল তাঁর ভার্চুয়াল ভক্তরাও। পুজা বত্রার ক্যারিয়ারের পালে নতুন হাওয়া লাগবে কি না, তা সময় বলবে। তবে তিনি এখনও ক্রাউড পুলার।

Advertisement