scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

Miss Universe 2020: সুন্দরীদের আজব কস্টিউম দেখে চমকে যাবেন!

মিস
  • 1/10

সারা বিশ্বের ৭৩ জন সেরা সুন্দরীদের নিয়ে অনুষ্ঠিত হল মিস ইউনিভার্স প্রতিযোগিতা। বিভিন্ন দেশের মডেলরা তাঁদের দেশের সংস্কৃতি, সভ্যতার অঙ্গ হিসাবে নানা পোশাক দিয়ে সাজিয়েছেন তাঁদের সফর। পোশাকের রঙের বাহার আর স্টাইলের অভিনবত্ব নজর কেড়েছে সকলের।

মিস
  • 2/10

মিস ক্যামেরুন কোসিন্দা অ্যাঙ্গেলে সিংহের মাথার আদলে হেড পিস পরেছিলেন। তাঁর পোশাকেও সিংহের মুখ দেখা গিয়েছে। পোশাকটি ডিজাইন করেছেন কেনেডি জন গ্যাসপার। সিংহ ক্যামেরুনের জাতীয় পশু। এর জন্যেই পোশাকে সিংহের মুখ ব্যবহার করেছেন। ভবিষ্যতে দেশের গরিব শিশুদের অঙ্ক শেখাতে চান কোসিন্দা।

মিস
  • 3/10

মিস বলিভিয়া লেনকা নেরমের রেনবো লেয়ার্সের সঙ্গে ম্যাচিং কস্টিউম পরেছিলেন। তাঁর পোশাকে ৪২টি স্কার্ট একযোগে বসানো ছিল! মাথায় ছিল সাতরঙা পালকের মুকুট। সারা বিশ্বে অনাহারে থাকা মানুষ এভং হিংসার বিরুদ্ধে কাজ করতে চান লেনকা। এর জন্য Huertos Urbanos Bolivia নামে  একটি সংস্থাও তৈরি করেছেন।

 

Advertisement
মিস
  • 4/10

মিস কানাডা নোভা স্টিভেন্স সুপারহিরোদের আদলে ডিজাইন করা আউটফিট পরেছিলেন। এটি ডিজাইন করেছেন আতেলিয়ের অ্যালেক্স কাস্ত্রো। নোভার জন্মকেনিয়ার নাইরোবিতে। কিন্তু ৬ বছর বয়সে পরিবারের সঙ্গে কানায় চলে আসেন। তিনি একজন অভিনেত্রী এবং মডেল। কানাডায় Freedom March Vancouver এবং Black Freedom Society-র প্রতিষ্ঠাতা তিনি।

মিস
  • 5/10

মিস কলাম্বিয়া লরা ওলাসকুয়াগা দ্য গডেস অফ দ্য মাকুইরা-র আদলে পোশাক পরেছিলেন। এই পোশাক কলাম্বিয়ার Wayuu উপজাতির মহিলারা শক্তির প্রতীক হিসাবে পরে থাকেন। ২৫ বছরের লরা কলাম্বিয়া সরকারের সঙ্গে হাত মিলিয়ে পিছিয়ে থাকা অনুন্নত সম্প্রদায়ের মানুষদের নিয়ে কাজ করেন। তিনি একজন মডেল এবং অভিনেত্রী।

মিস
  • 6/10

মিস ডেনমার্ক আমান্দা পেত্রি গোলাপি রঙের ব্যাকাপি এবং হেডপিস পরে মাল্টি কালার পোশাকে মঞ্চে আসেন। পোশাকটি ডিজাইন করেছএন Neftali Jahaziel Espinoza এবং Diseñador Stalyn Nuñez. ২৩ বছরের আমান্দা জেন্ডার ইক্যুয়ালিটি নিয়ে কাজ করেন।

 

মিস
  • 7/10

মিস মরিশাস বন্দনা জিতা হাতে আঁকা সমুদ্রের আদলে আঁকা পোশাক এবং উজ্জ্বল কমলা রঙের হেডসেট পরে মঞ্চে এসেছিলেন। ২৯ বছরের বন্দনা আইনের ছাত্রী ছিলেন, বর্তমানে উকিল হিসাবে কাজ করেন। ৩৩টি দেশ ঘুরেছেন এবং ৪ ভাষায় অনায়াসে কথা বলতে পারেন।

Advertisement
মিস
  • 8/10

মিস পেরু জ্যানিক মাসেতা প্যারিহুয়ানা পাখির আদলে তৈরি পোশাক রপে মঞ্চে আসেন। এই পাখিকে অ্যান্ডিয়ান ফ্লেমিঙ্গো-ও বলা হয়ে থাকে। জ্যআনিক পেশায় একজন অডিও ইঞ্জিনিয়ার। লেডি গাগা, জেনিফার লোপেজের মতো শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি একটি সংস্থা চালান যেখানে যৌন নিপীড়িত শিশুদের আইনি এবং মনবৌজ্ঞানিক সাহায্য করা হয়।

 

মিস
  • 9/10

মিস মেক্সিকো এবং মিস ইউভার্স ক্রাউন জয়ী আন্দ্রেয়া মেজা নানা রঙে ডিজাইন করা বডিস্যুট পরেছিলেন। ওই একই রকম রঙের পাখনাও লাগানো ছিল পোশাকে। আন্দ্রেয়া পেশায় একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। দেশে মহিলাদের বিরুদ্ধে হওয়া হিংসার বিরুদ্ধে কাজ করেন তিনি।

মিস
  • 10/10

মিস ব্রাজিল জুলিয়া খামা গ্লিটার্সের সঙ্গে স্কিন কালার পোশাকে মঞ্চে আসেন।

Advertisement