
অভিনেত্রী রিয়া সেন (Riya Sen) খুবই সক্রিয় থাকেন সোশ্যাল মিডিয়ায়। বারবারই সাহসী অবতারে ধরা পড়েছেন তিনি। সম্প্রতি রিয়া তাঁর সোশ্যাল পেজে শেয়ার করেছেন একটি লাস্যময়ী ছবি।

হালকা রঙা অফ শোল্ডার ক্রপ টপে যেন শরীরী আবেদন চুয়ে পড়ছে নায়িকার।

রিয়া সেনের ইন্সটা প্রোফাইলে উঁকি মারলেই দেখা যায় তাঁর নানা বোল্ড লুক। আর সেখানেই উষ্ণ ভার্চুয়াল প্রেমে ভরান ফ্যানেরা।

কিছুদিন আগে তাঁর শেয়ার করা গোয়া ভ্যাকেশনের ছবিগুলি নজর কেড়েছিল সকলের।

সমুদ্র সৈকতে তাঁর বিকিনি পরিহিত ছবিগুলিতে রীতিমতো আগুন ঝরিয়েছে নেট পাড়ায়।

ডিপ নেক পোশাকে অভিনেত্রীর ফটোশ্যুটের ছবিতে মুহূর্তে পড়ে হাজার হাজার লাইক, কমেন্টস।

কখনও 'রেড হট' তো কখনও 'সেক্সি ব্ল্যাক' ড্রেসে বহু যুবকের বুকে ঝড় তুলেছেন রিয়া।

দিদি রাইমার থেকে কম ছবিতে অভিনয় করেছেন রিয়া। তবে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হট অবতারে ধরা দেন অভিনেত্রী।

আর সেই জন্যে তাঁর পরিচিতিও কম নয়। যে কোনও ছবি বা ভিডিয়ো পোস্ট করার পর তা হয় ভাইরাল।

অনেকেরই অজানা রিয়া রাজ পরিবারের মেয়ে। তাঁর বাবা ভরত দেব বর্মা ত্রিপুরার রাজপরিবারের ছেলে।

সেই সঙ্গে তাঁর রয়েছে মায়ের দিকের পরিচিতি। মা মুনমুন সেন ও দিদা মহানায়িকা সুচিত্রা সেনের জন্যেও 'সেন সিস্টার্স'রা অনেক সময় আলোচনায় থাকেন।

রিয়া সেনকে শেষবার 'পতি পত্নী অউর ও' ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গেছে। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)