Advertisement
মনোরঞ্জন

Zubeen Garg Last Film Roi Roi Binale: জুবিনের 'রই রই বিনালে' সব রেকর্ড ভাঙল, অসমে হলগুলিতে দর্শকদের কান্না, PHOTOS

Zubeen Garg photo
  • 1/9

 গত ১৯ সেপ্টেম্বর হঠাৎ দুঃসংবাদ আসে। প্রয়াত হন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় গায়কের। 

Zubeen Garg Film
  • 2/9

সিঙ্গাপুর পুলিশ তাঁকে সমুদ্র থেকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। তড়িঘড়ি আইসিইউ-তে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যুকালে অসমের এই জনপ্রিয় শিল্পীর বয়স হয়েছিল ৫২ বছর। শোকের ছায়া নেমে আসে সমগ্র বিনোদন জগৎ সহ, গোটা অসমে। 
 

Roi Roi Binale movie
  • 3/9

শিল্পীর প্রয়াণের পরে জল অনেক দূর গড়িয়েছে। এখনও রীতিমতো উত্তাল অসম। প্রিয় শিল্পীর আকস্মিক মৃত্যু এখনও মেনে নিতে পারেনি শোকাহত অসমবাসী। 

Advertisement
Zubeen Garg
  • 4/9

শুক্রবার মুক্তি পেয়েছে জুবিনের শেষ ছবি 'রই রই বিনালে'। যেন এক অন্য উৎসবের আবহ অসমে। একদিকে জুবিনকে শেষবার পর্দায় দেখার উন্মাদনা, অন্যদিকে তাঁকে হারানোর বেদনা। সব মিলিয়ে আবেগপ্রবণ শিল্পীর অনুগামীরা।
 

Roi Roi Binale review
  • 5/9

গুয়াহাটির প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন জুবিনের অগণিত ভক্তরা। ছবিটি অগ্রিম বুকিংয়ের রেকর্ড ভেঙেছে। হাউজফুল বোর্ড ঝুলছে প্রেক্ষাগৃহের বাইরে। অসম সহ প্রায় ৪৬ স্থানে জুবিনের এই ছবিটি মুক্তি পেয়েছে। 
 

Roi Roi Binale in cinema hall
  • 6/9

দিল্লি-এনসিআর এবং মুম্বইয়ের কিছু প্রেক্ষাগৃহেও বিশেষ শোয়ের আয়োজন করা হয়েছে। ছবির টিমের আশা, শুধু অসম নয়, গোটা দেশের মানুষ তাঁর এই শেষ ছবি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমাবেন।

Roi Roi Binale Zubeen Garg
  • 7/9

জুবিন গর্গ ভক্তদের বেশ কিছু ছবি সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, চোখের জলে তাঁর শেষ ছবি কার্যত উদযাপন করছেন অনুগামীরা। শিল্পীর জন্যে আবেগপ্রবণ তাঁর ভক্তকুল। 

Advertisement
Film Roi Roi Binale
  • 8/9

কলকাতার বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'রই রই বিনালে'। যদিও শো সংখ্যা খুবই কম। 

Roi Roi Binale
  • 9/9

ছবি সৌজন্যে: পিটিআই
 

Advertisement