
গত কয়েক বছর ধরে, হ্যালোইন বিশ্বব্যাপী উদযাপিত হয় এবং শহুরে ভারতে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এমনকী বাঙালির মধ্যেও এই উৎসব পালনের রীতি দেখা যাচ্ছে হাল আমলে। তবে মূলত ইউরোপ এবং আমেরিকার উৎসব হলেও এখন এশিয়াতেও এটি উদযাপন করতে দেখা যায়।
 

হ্যালোইনের বিশেষ দিনে সকলে নিজেদের সবচেয়ে ভয়ঙ্কর পোশাক পরেন। যেটি বিভিন্ন লৌকিক রীতিনীতি দ্বারা অনুপ্রাণিত বলে বিশ্বাস করা হয়। হ্যালোইন,'অলহ্যালোইন' হিসাবেও পরিচিত, যার অর্থ সাধু কিংবা মহাপুরুষদের দিন। তারকারও বর্তমানে মেতে ওঠেন হ্যালোইন উদযাপনে। তবে অনেকেরই অজানা, হাল আমলের এই ট্রেন্ডের পিছনে লুকিয়ে থাকার কারণ।

প্রতি বছরই ৩১ অক্টোবর, পালন করা হয় হ্যালোইন। তারকারাও সেজে ওঠেন এই থিমে। এক টলিউড অভিনেত্রী হ্যালোইন উপলক্ষে কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। চিনতে পারছেন ইনি কে? 
 

আসলে অভিনেত্রী পার্নো মিত্র বেশ কিছু ছবি শেয়ার করেছেন 'ডাইনি' লুকে। নেটিজেনরা অনেকেই চমকে গিয়েছেন তাঁকে দেখে। 
 

তবে এটা আসলে তাঁর হ্যালোইন পার্টির লুক না। একটি সিরিজের লুক। বিশেষ দিনে সেই লুক আবার সকলের সামনে তুলে ধরেছেন তিনি।
 

কিছুদিন আগেই 'ভোগ' সিরিজে ডামরি চরিত্রে কাজ করেছেন পার্নো। অত্যন্ত জনপ্রিয় সেই সিরিজের লুক তিনি শেয়ার করেছেন।

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন পার্নো। জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি ভাগ করে নেন সকলের সঙ্গে। 
 

কখনও ভ্যাকেশনের মুহূর্ত তো কখনও বোল্ড ফটোশ্যুটের ছবি দেখা যায় টলি অভিনেত্রীর সোশ্যাল পেজে। 
 

কাজের ক্ষেত্রে, অনেক বেছে কাজ করছেন তিনি। 'অঙ্ক কি কঠিন' ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)