Salman Khan Meets Mamata Banerjee: কালীঘাটে সলমন, উত্তরীয় পরিয়ে ভাইজানকে স্বাগত দিদি মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিনেতা সলমন খান। প্রায় ১৩ বছর পর সলমন কলকাতা এসেছেন। তিনি ইস্টবেঙ্গল ক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

Advertisement
কালীঘাটে সলমন, উত্তরীয় পরিয়ে ভাইজানকে স্বাগত দিদি মমতারমমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিনেতা সলমন খান
হাইলাইটস
  • প্রায় ১৩ বছর পর সলমন কলকাতা এসেছেন
  • মুখ্যমন্ত্রী তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিনেতা সলমন খান। প্রায় ১৩ বছর পর সলমন কলকাতা এসেছেন। ইস্টবেঙ্গল ক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তার আগেই মমতার সঙ্গে সাক্ষাৎ করতে কালীঘাটে আসেন ভাইজান। মুখ্যমন্ত্রী তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান। এরপর বাড়ির ভেতরে নিয়ে যান।

এক দশকেরও বেশি সময় পর কলকাতায় বলিউডের ভাইজান। তাই তাঁকে নিয়ে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সলমনকে দেখতে ভিড় লেগে যায়। বহু মানুষ বলিউড তারকাকে দেখতে ভিড় করেছিলেন। ভিড় থাকায় পুলিশি নিরাপত্তাও ছিল কড়া।

আরও পড়ুন: East Bengal Salman Khan Show: কলকাতায় ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে সলমন, ভাইজানকে কী কী উপহার দেবে লাল-হলুদ ?

অনুষ্ঠানটি শুরু হবে আজ সন্ধ্যা ৬টায়। এই অনুষ্ঠানে শুধুমাত্র সলমন একা নয়, পারফর্ম করবেন জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রান্ধাবা, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে ও মণীশ পল-সহ অন্যরা। তাই এই শো নিয়ে ভক্তদের উন্মাদনা রয়েছে তুঙ্গে।

POST A COMMENT
Advertisement