ইস্টবেঙ্গলে সলমন নাইট। এই মেগা শো ঘিরে, ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। আর এবার বলিউড সুপারস্টারকে লাল হলুদ উত্তরীয় পড়িয়ে স্বাগত জানাতে তৈরি লাল হলুদ।
ইস্টবেঙ্গলের (East Bengal) শতবার্ষিকী উপলক্ষ্যে, এর আগেও একবার সলমন খানকে (Salman Khan) আনার পরিকল্পনা করেন ক্লাব কর্তারা। কিন্তু করোনা অতিমারির জেরে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে এবার আর কোনও সমস্যা নেই। তাই আজ শনিবার, ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতেই অনুষ্ঠিত হতে চলেছে গ্র্যান্ড শো 'দাবাং, দ্য ট্যুর-রিলোডেড'। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, হোয়াটস ইন দ্য নেম এই গোটা শো-টি আয়োজনের দায়িত্বে রয়েছে। অর্থাৎ, ইস্টবেঙ্গল ক্লাব এবং এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার যৌথ উদ্যোগে এই শো-টি আয়োজিত হতে চলেছে।
আর এই অনুষ্ঠানেই এবার, সলমন খানকে বরণ করে নেওয়ার বিশেষ পরিকল্পনা রয়েছে ক্লাব কর্তাদের তরফ থেকে। তাঁকে লাল হলুদ উত্তরীয় পড়িয়ে স্বাগত জানাবে ইস্টবেঙ্গল। সেইসঙ্গে, লাল হলুদের শতবর্ষ উপলক্ষ্যে ক্লাবের তরফ থেকে বিশেষ কয়েন উপহার হিসেবে তুলে দেওয়া হবে বলিউড সুপারস্টারের হাতে। অন্যদিকে, সলমন খানের প্রিয় নম্বর ২৭। তাই সেই ২৭ নম্বর লেখা জার্সি, তাঁর হাতে তুলে দেওয়া হবে হবে বলে জানিয়েছে ইস্টবেঙ্গল। শুধু তাই নয়, সলমনকে লাইফটাইম মেম্বারশিপ কার্ডও দেবে লাল হলুদ। এই অনুষ্ঠানে বলিউড সুপারস্টার, কিছু ফুটবলের ওপর নিজের সইও করবেন বলে জানা যাচ্ছে।
সলমন খান ছাড়াও, এই শো -তে উপস্থিত থাকার কথা সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফের্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রণধাওয়া, আয়ুষ শর্মা, কামাল খান-সহ আরও অনেক বলি তারকার। অনুষ্ঠান শুরু সন্ধ্যা ৬টায়। ইতিমধ্যেই কলকাতা পৌঁছে গেছেন সলমন খান এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করার কথা রয়েছে সলমন খানের।
এই গ্র্যান্ড শোয়ের টিকিটের দাম শুরু হচ্ছে ৬৯৯ টাকা থেকে। টিকিটের সর্বোচ্চ দাম ৩ লক্ষ টাকা। যদিও ইস্টবেঙ্গল সদস্য সমর্থকদের জন্য, যেকোনও দামের টিকিটের ওপর ২৫% ছাড় দেওয়া হচ্ছে।