লড়াকু ঐন্দ্রিলা। এই বিশেষণই বোধহয় যথেষ্ট ঐন্দ্রিলা শর্মার ক্ষেত্রে। গত মঙ্গলবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে সেই থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি। রয়েছেন ভেন্টিলেশনে। তবে সামান্য হলেও স্বস্তির খবর ঐন্দ্রিলার অনুরাগী-ফ্যানদের জন্য।
হাওড়ার ওই বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, অভিনেত্রীর শরীরে সংক্রমণের মাত্রা অনেকটাই কমেছে। আপাতত জ্বর নেই। এখন সি-প্যাপ মোডে রয়েছেন। তবে এখনও তাঁকে ঘুম পাড়ানোর ওষুধ দিয়ে রাখায় আচ্ছন্নভাব রয়েছে। চিকিৎসকদের একাংশের মতে, ঐন্দ্রিলার শরীরে যে লক্ষণগুলো এখন দেখা যাচ্ছে তা বেশ ইতিবাচক। তিনি যে চিকিৎসায় সাড়া দিচ্ছেন সেই ব্যাপারে কোনও সন্দেহ নেই।
লড়াকু অভিনেত্রীর জন্য উদ্বিগ্ন তাঁর পরিবার-পরিজন থেকে শুরু করে, অনুগামী ও অন্য তারকারা। নেটিজেনরা ঐন্দ্রিলার সুস্থতার জন্য প্রার্থনা করে চলেছেন। জানা গেছে হাসপাতালেই দিন-রাত কাটছে প্রেমিক সব্যসাচী চৌধুরীর।
আরও পড়ুন : রাজ্যে ডেঙ্গিতে বাড়ছে মৃত্যু, কীভাবে বুঝবেন আপনিও আক্রান্ত?
গত ১লা নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা। এর আগে তিনি ক্যানসারকেও হারিয়েছেন। তারপর থেকে হাসপাতালের ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় খুশি ফ্যানরা। তাঁরা দ্রুত আরোগ্য কামনা করেছেন।
কয়েকদিন আগেই ঐন্দ্রিলার প্রেমিক ফেসবুকে লেখেন, 'ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন। কিছু নিম্নমানের তথাকথিত মিডিয়ার ভুয়ো খবরে নিজেদের বিভ্রান্তি বাড়াবেন না অথবা ওর বাড়ির লোককে বিরক্ত করবেন না। আমি এখনও অবধি কোনও সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ করিনি, সাক্ষাৎকার দিইনি, দেবও না। শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না।'