গুঞ্জন চলছিল এপ্রিলের মাঝামাঝি সাত পাকে বাঁধা পড়তে পারেন রণবীর-আলিয়া। বিয়ের কেনাকাটাও শুরু হয়ে গিয়েছে। আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে বলিউডে রণবীর-আলিয়া ঘনিষ্ঠ তারকাদের বাড়িতে। কিন্তু বিয়ের তারিখটা গোপনই রেখেছিল কাপুর ও ভাট পরিবার। তবে তা আর গোপন থাকল না। জানা গেল দিনক্ষণ।
রণবীর-আলিয়ার বিয়ের পাকা খবর দিলেন আলিয়ার কাকা রবিন ভাট। ইন্ডিয়া টুডে-কে তিনি জানান, ১৪ এপ্রিল বসছে বিয়ের আসর। আর মেহেন্দি ১৩ এপ্রিল। এর আগে রবিন জানিয়েছিলেন, চার দিন ধরে চলবে বিয়ের বিবিধ অনুষ্ঠান। তাহলে দু'দিনেই শেষ? রবিন জানান,'আপনারা আমার কথায় এখন ভরসা করতে পারেন। নইলে আগের কথা ধরে চলুন। ১৫ ও ১৬ তারিখে কিছুই হবে না। ঔপচারিকভাবে দু'দিনে বিবাহ অনুষ্ঠান সারা হবে। তার পর ব্যক্তিগত পার্টি থাকতে পারে।'
কাদের নেমন্তন্ন করা হচ্ছে? রবিনের কথায়,'এটা আমি বলতে পারব না। আমি আমন্ত্রণের বিষয়টি দেখছি না।' যদিও তাঁর কাছেও এখনও পর্যন্ত বিয়ের কার্ড আসেনি। ফোনেই জানতে পেরেছেন।
রূপকথার বিয়ের আয়োজন করছে কাপুর পরিবার। অতিথি তালিকায় আছেন- পরিচালক করণ জোহর, সঞ্জয়লীলা বনশালি, আদিত্য চোপড়া, অর্জুন কাপুর রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, জোয়া আখতার, ডিজাইনার মাসাবা গুপ্তা, বরুণ এবং রোহিত ধবন, অয়ন মুখোপাধ্যায়, অর্জুন কাপুর, মনীশ মালহোত্রা, আদিত্য রয় কাপুর এবং অনুষ্কা। শোনা যাচ্ছে, আলিয়ার 'ডিয়ার জিন্দেগি'র কস্টার সহ-অভিনেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সদ্য রাজামৌলীর 'আরআরআর' ছবিতে সদ্য দেখা গিয়েছে আলিয়া ভাটকে। বক্সঅফিস দুর্দান্ত কামিয়েছে এই ছবি। রণবীরের সঙ্গে ব্রহ্মাস্ত্রে রয়েছেন নায়িকা। ছবির শ্যুটিং সদ্য শেষ হয়েছে। চলতি বছর ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে 'ব্রহ্মাস্ত্র'। এছাড়া আলিয়ার হাতে রয়েছে 'ডার্লিংস' এবং 'রকি ঔর রানি কি প্রেম কহানি'। রণবীরকে দেখা যাবে 'শামসেরা'য়। লভ রঞ্জনের নাম ঠিক না হওয়া একটি ছবিও রয়েছে তাঁর হাতে। 'অ্যানিমাল' নামে আর একটি ছবিও হাতে।
আরও পড়ুন- মা হলেন বঙ্গতনয়া দেবীনা, পুত্র না কন্যা? Video শেয়ার গুরমিতের