
৯০ দশকের বাংলা সিনেমা বলতে দর্শকেরা পারিবারিক ড্রামা, অ্যাকশনে ভরপুর দৃশ্যে ভরপুর কর্মাশিয়াল সিনেমাকেই বুঝত। সেই সময় প্রসেনজিৎ, ঋতুপর্ণা, তাপস পাল, রঞ্জিত মল্লিক, ভিক্টর ব্যানার্জী, চিরঞ্জিত চক্রবর্তী এবং অন্যান্যদের নিয়েই চলেছে টলিউড। তবে এইসব জনপ্রিয় তারকাদের মাঝেই কিছু শিশুশিল্পী নিজেদের উজ্জ্বল উপস্থিতি দিয়ে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছে। এদের মধ্যে অন্যতম মাস্টার তাপু।
সেই সময় টলিউডে একাধিক বাংলা সিনেমায় শিশুশিল্পীদের দেখা যেত। পর্দায় তাদের দেখলেই দর্শকদের মনের আবেগের বহিঃপ্রকাশ হত। এমনই একজন শিশু শিল্পী ছিলেন মাস্টার তাপু। যাকে দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিক অভিনীত শত্রু সিনেমায়। এই সিনেমায় মাস্টার তাপু এক অনাথ বালকের ভূমিকায় অভিনয় করেছিল। এই শিশুকে দেখে সকলের মন ভরে গিয়েছিল আবেগে। কিন্তু ৮ বছরের সেই ছোট্ট তাপু আজ বাংলা ইন্ডাস্ট্রি থেকে পুরোপুরি গায়েব।
আরও পড়ুন: Aritra Dutta Banik: দু'বছর লেগেছে ফাজিল-ফচকে ছোকরার ইমেজ ভাঙতে: অরিত্র
আশা করি এই সিনেমার সেই ছোট্ট ছোট্টুকে এখনও ভোলেননি দর্শক। সিনেমায় সেই ছোট্টু চরিত্রে অভিনয় করেছিলেন মাস্টার। যদিও আট বছরের সেই অভিনেতা এখন আর সেই ছোট্টটি নেই। অতটুকু বয়সেই তার সাবলীল অভিনয় মন জয় করে নিয়েছিল দর্শকদের। পর্দায় তার অভিনয় এতটাই জীবন্ত ছিল যে তাপুর চোখে জল দেখলে দর্শকরাও হাউমাউ করে কেঁদে ফেলতেন। দীর্ঘদিনের অভিনয় জীবনে একাধিক সিনেমায় অভিনয় করলেও শত্রু সিনেমায় ছোট্টু চরিত্রের জন্যই দর্শকমহলে আজও তিনি দারুন জনপ্রিয়। বিশেষ করে শত্রু সিনেমায় তার ‘পুলিশ এই পুলিশ’ ডায়ালগটা আজও কিন্তু মনে রেখেছেন দর্শকরা।
আরও পড়ুন: 'প্যাকাটি চেহারায় আবার বিকিনি!' ইনস্টায় ট্রোলের শিকার টেলি অভিনেত্রী
আরও পড়ুন: শোভন-স্বস্তিকার পোস্টে বিচ্ছেদের ইঙ্গিত, আলাদা হচ্ছে এই জুটি?
জানা যায়, তাপুর বাবা নৃপেন দে ছিলেন টলিউডের এক প্রযোজক। অনেক ছোট থেকেই বাবার সঙ্গে স্টুডিও পাড়ায় আনাগোনা ছিল তাপুর। শত্রু ছবির পরিচালক অঞ্জন চৌধুরী সেই সময় তার ছবির জন্য শিশুশিল্পী খুঁজছিলেন। তিনি সেই সময় তাপুকে দেখে পছন্দ করে নেন তাঁর সিনেমার জন্য। তারপর তো গোটা সিনেমায় তাপুকে দেখে দর্শকেরা কেঁদেই গিয়েছেন। বিশেষ করে তাপুর গলায় ‘পুলিশ এই পুলিশ’ ডায়লগটা খুবই জনপ্রিয় হয়েছিল। শিশুশিল্পী হিসাবে তাপু এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন। যার মধ্যে একান্ত আপন, প্রতিকার, আশা ভালবাসা ইত্যাদি উল্লেখযোগ্য। তবে তাপুর শত্রু সিনেমায় ছোট্টু চরিত্রটি সবার থেকে জনপ্রিয় হয়েছিল।
ছোট থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল মাস্টার তাপুর। সে কারণে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনাও করেন। কিন্তু বড় হওয়ার পর আর তাঁকে বড়পর্দায় দেখা যায়নি। নিজেকে শিশুশিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করলেও হিরো হিসাবে তিনি আর কোনওদিন সামনে আসেননি। আচমকাই যেন গায়েব হয়ে গিয়েছেন মাস্টার তাপু। এখন কী করছেন বা কোথায় রয়েছেন কিছুই সে বিষয়ে জানা যায়নি। এমনকী সোশ্যাল মিডিয়াতেও তাঁর দেখা মেলেনি।