Ruprekha Banerjee On Arijit Singh: 'ভাল থাকিস ভাই...' অরিজিত্‍‍কে নিয়ে রূপরেখার পোস্ট VIRAL, ট্রোলিং চলছে কেন?

Rooprekha Arijit Gossips: অরিজিতের জন্য মন খারাপ অনুগামীদের। গায়ককে নিয়ে পোস্টে ভরেছে নেটমাধ্যম। পুরনো ছবি শেয়ার করে এবার বিশেষ পোস্ট করলেন রূপরেখা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement
'ভাল থাকিস ভাই...' অরিজিত্‍‍কে নিয়ে রূপরেখার পোস্ট VIRAL, ট্রোলিং চলছে কেন?অরিজিত্‍, রূপরেখা

শিরোনামে অরিজিৎ সিং। মঙ্গলবার রাতে হঠাৎই সঙ্গীতশিল্পীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে হতবাক সকলে। মুহূর্তে একেবারে হৈচৈ পড়ে যায় নেটমাধ্যমে। মন ভেঙেছে অনুগামীদের। কেউ আবার প্রশ্ন তুলছেন, এটা কোনও প্রচার কৌশল না তো? আবার কারও মতে, সময় থাকতে নিজে সরে গিয়ে অন্যদের জায়গা ছেড়ে দেওয়া তাঁর পক্ষেই সম্ভব। কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি, এই নিয়ে নানা জলঘোলা হচ্ছে। অরিজিতের মন ভারাক্রান্ত অনুগামীদের পোস্টে ভরেছে নেটমাধ্যম। পুরনো ছবি শেয়ার করে এবার বিশেষ পোস্ট করলেন রূপরেখা বন্দ্যোপাধ্যায়। 

ঠিক কী ঘটেছে?

নিজের সোশ্যাল পেজে পোস্ট করে অরিজিৎ সিং তাঁর অনুগামীদের ধন্যবাদ জানিয়েছেন। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, নয়া সফর শুরু করছেন। প্লে ব্যাক সিঙ্গার হিসেবে আর কাজ করবেন না। সেই যাত্রাপথে ইতি টানলেন। কিন্তু গান চালিয়ে যাবেন, কাজ করবেন।  গায়ক লেখেন, "নমস্কার, সকলকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে এত বছর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এখন থেকে আমি প্লে ব্যাক সিঙ্গার হিসাবে কোনও নতুন দায়িত্ব নেব না। প্লে ব্যাক সিঙ্গারের কাজ করব না। এই সফর অসাধারণ ছিল। ঈশ্বর আমার প্রতি সত্যিই সদয়। আমি সঙ্গীতের একজন ভক্ত। ভবিষ্যতে আরও শিখব এবং একজন ছোট শিল্পী হিসেবে নিজে আরও কাজ করব। আপনাদের সকলের সমর্থনের জন্য আবারও ধন্যবাদ। কিছু প্রতিশ্রুতি দেওয়া আছে সেগুলো শেষ করতে হবে। সেগুলি শেষ করব। স্পষ্ট করে বলতে চাই, যে আমি সঙ্গীত তৈরি করা বন্ধ করব না।" 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arijit Singh (@arijitsingh)

 

লাইমলাইটে আসেন রূপরেখা বন্দ্যোপাধ্যায়

২০০৫ সালে গানের রিয়্যালিটি শো 'ফেম গুরুকুল' বিজয়ী হয়ে লাইমলাইটে আসেন রূপরেখা বন্দ্যোপাধ্যায়। অনেকেরই আশা করেছিলেন বাংলার মেয়ে রূপরেখা মায়ানগরীতে নিজের জমি শক্ত করতে পারবেন। তবে দীর্ঘ প্রায় কুড়ি বছর সেভাবে কাজ পাননি তিনি। যদিও বারবার এসেছেন শিরোনামে। অরিজিৎ সিংয়ের সঙ্গে গায়িকার বিয়ে, সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠে এসেছে বিভিন্ন সময়। বছরের পর বছর ধরে চলে আসা এই চর্চা নিয়ে আগেই মুখ খুলেছেন রূপরেখা। এত বছর পর অরিজিতের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে, তাঁকে বিশেষ বার্তা দিলেন রূপরেখা।          

Advertisement

আরও পড়ুন: শুধু অরিজিৎ না, রিয়্যালিটি শো-তে হেরেও এই শিল্পীরা বিজয়ীদের চেয়েও বেশি সফল

রূপরেখা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট 

ফেসবুকে 'ফেম গুরুকুল'-র একটি ছবি শেয়ার করেছেন রূপরেখা। ক্যাপশনে লিখেছেন, "কী লিখব ভেবে পাচ্ছি না। প্লেব্যাকের ভুঁড়ি ভুঁড়ি ব্যস্ততা থেকে আপাতত বিরাম। একটু জিরিয়ে নে। আবার তো উঠে পড়ে লাগতে হবে, নতুন স্বাধীন সঙ্গীত সৃষ্টি করতে। আমরা কতক্ষণ আর তোর নতুন গান না শুনে থাকতে পারব বল? আমিও তো অগণিত ভক্তর মধ্যে একজন ভক্ত। ভাল থাকিস ভাই।" রূপরেখার এই পোস্টটি ভাইরাল হয়েছে। ক্যাপশনে অরিজিতকে 'ভাই' (বন্ধু স্থানীয় ভাই) বলে সম্বোধন করায় তাঁকে নিয়ে শুরু হয়ে জোর আলোচনা। অনেকে প্রশ্ন করেছেন 'প্রাক্তন'কে 'ভাই' বলে সম্বোধন কেন করেছেন তিনি। আবার কেউ মন্তব্য করেছেন, 'অরিজিৎ কখনই রূপরেখার প্রাক্তন ছিল না।' এই নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে বাকযুদ্ধ।      

 

অরিজিৎ- রূপরেখার বিয়ের গুঞ্জন 

অনেকেরই অজানা, প্রথম বিয়ে অসফল হওয়ার পর ফের গাঁটছড়া বাঁধেন অরিজিৎ সিং। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, প্রীতমের সঙ্গে মিউজিক প্রোগ্রামার হিসেবে কাজ করার সময়ই 'ফেম গুরুকুল'-এর প্রতিযোগী রূপরেখা বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেন তিনি। যদিও একথা গুজব বলেই উড়িয়েছেন রূপরেখা। এমনকী ২০২১ সালে সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে তিনি জানান, এই তথ্য একেবারেই ভুল। তাঁর অরিজিৎ-এর সঙ্গে কোনও সম্পর্ক নেই। তবে চর্চা থামেনি। 

রূপরেখা বলেন

অরিজিতের সঙ্গে বিয়ে প্রসঙ্গে সংবাদমাধ্যমকে রূপরেখা বলেন, "এটা নিছকই একটা গুজব। এর মধ্যে কোনও সত্যতা নেই। আমি আগেও বলেছি। এই ধরণের কথা আমাকে এবং আমার পরিবারকে বিরক্ত করেছে। প্রথম দিকে গুরুত্ব দিইনি। পরে দেখলাম বিষয়টা আগুনের মতো ছড়িয়ে পড়ছে। আমাদের ভাল বন্ধুত্বটা এভাবে কালিমালিপ্ত  হল বলে খারাপ লাগে। অরিজিতের ম্যানাজারকে জানিয়েছিলাম বিষয়টা। কিন্তু ওর তরফ থেকে কোনও জবাব পাইনি।" 

আরও পড়ুন: সুমনের পরিচালনায় উইন্ডোজ-র ছবি! 'ফ্যামিলিওয়ালা'-এ শিবপ্রসাদের সঙ্গী স্বস্তিকা, সুদীপ্তারা

অরিজিতের সঙ্গে যোগাযোগ আছে? এই প্রশ্নের উত্তরে রূপরেখা জানান, "২০১৮ পর্যন্ত খুব ভাল যোগাযোগ ছিল। এখন ও নিজের নম্বর বদলে ফেলেছে। তাছাড়া এখন ও গ্লোবাল স্টার। ওর ম্যানেজারের সঙ্গে আমার যোগাযোগ আছে। চাইলে হয়তো নতুন নম্বর নিয়ে যোগাযোগও করতে পারি। কিন্তু সেটা আর করিনি। আমরা খুব ভাল বন্ধু ছিলাম। ওই দিনগুলো মিস করি। তবে খুব গর্ব হয় যে আমাদের মধ্যে একজন এ রকম সফল হয়েছে।"    

ব্যক্তিগত জীবন  
 
মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বর্তমানে আরব সাগরের বুকে দাপিয়ে বেড়ান বাংলার ছেলে অরিজিৎ সিং। আলোচনায় থাকেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী। পাপ্পারাৎজিদের থেকে দূরে থাকেন অরিজিৎ সিং। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রচারের অন্তরালে থাকতে পছন্দ করেন গায়ক। এমনকী বিভিন্ন সাক্ষাৎকারে প্রেম- বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলেও, খুব সন্তর্পণে তা এড়িয়ে গিয়েছেন। তবে নেটমাধ্যমে উঁকি ঝুঁকি মারলেই মেলে নানা তথ্য। যদিও সব তথ্য সেখানে সঠিক নয়, রয়েছে বহু গুজবও। 'ফেম গুরুকুল' থেকে বিরাট লাইমলাইট না পেলেও, এর বছর পাঁচ- ছয়েক পরে অরিজিৎ-এর ভাগ্য বদলাতে শুরু করে। সঙ্গীত পরিচালক প্রীতমের সহযোগী হিসেবে কাজ করার পর থেকে ক্রমশ পরিচিতি পেতে শুরু করেন তিনি। 

Advertisement

আরও পড়ুন: রেটিং চার্টে বড় ধামাকা! এবার বেঙ্গল টপার কোন মেগা, সেরা দশে কারা?

প্রসঙ্গত, অরিজিৎ সিং-এর লাভ লাইফের দ্বিতীয় ইনিংস একেবারে গল্পের মতো। ছোটবেলার বান্ধবী কোয়েল রায়কে বিয়ে করেন সঙ্গীতশিল্পী। ২০১৪ সালে গাঁটছড়া বাঁধেন কোয়েল -অরিজিৎ। একই স্কুলে পড়াশোনা করতেন তাঁরা। তবে এই বিয়েতেও ছিল না কোনও জাকজমক। তারাপীঠে একেবারে কাছের বন্ধু- বান্ধব ও আত্মীয়দের নিয়ে সাত পাকে বাঁধা পড়েন জুটি। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, কোয়েল বিবাহবিচ্ছিন্না। তাঁর প্রথম পক্ষের এক সন্তানও রয়েছে। কিন্তু কোয়েলেরও প্রথম বিয়ে সুখের হয়নি। টেকেনি অরিজিৎ-এর প্রথম বিয়েও। অনেক বাঁধা পেরিয়ে ২০১৪-তে এক হোন ছোটবেলার দুই কাছের বন্ধু। শোনা যায়, কোয়েলের কাছে প্রেমের প্রস্তাব গিয়েছিল অরিজিৎ-এর তরফেই। এরপর তিনিও প্রস্তাবে রাজি হয়ে যান।  
 

POST A COMMENT
Advertisement