একের পর এক বিয়ের প্রস্তাব, কী বললেন অরুণিতা?

ইন্ডিয়ান আইডলের (Indian Idol) মঞ্চে চ্যাম্পিয়ান পবনদীপের সঙ্গে অরুণিতার কেমিস্ট্রি বিশেষ নজর কেড়েছিল দর্শকদের। একসঙ্গে অনেক গান গেয়েছেন তাঁরা। এমনকী তাঁদের মধ্যে প্রেমের জল্পনা বারেবারই ঘুরেফিরে এসেছে শোয়ে। অ্যাঙ্কর থেকে বিচারক প্রত্যেকের মুখে উঠে এসেছে পবনদীপ-অরুণিতার রসায়ন। যদিও তাঁরা অবশ্য একে অপরকে ভাল বন্ধু বলেই বারেবারে দাবি করে এসেছেন। আর সেই বন্ধুত্ব আজীবন টিকিয়ে রাখতে চান তাঁরা।

Advertisement
একের পর এক বিয়ের প্রস্তাব, কী বললেন অরুণিতা?অরুণিতা কাঞ্জিলাল
হাইলাইটস
  • বাড়ি ফিরেছেন অরুণিতা
  • পাচ্ছেন পরপর বিয়ের প্রস্তাব
  • আগামিদিনে আবারও যাবেন মুম্বই

ইন্ডিয়ান আইডলে প্রথম রানার-আপ হয়েছে অরুণিতা কাঞ্জিলাল (Arunita Kanjilal)। রিয়্যালিটি শোয়ের সফর সেরে ফিরেছেন বনগাঁর বাড়িতে। তবে ফের মুম্বই চলে যাবেন তিনি। তার আগে কিছুদিন বাড়িতে একটু বিশ্রাম। তবে বাড়িতে ফিরলেও জীবনের প্রতিটা মুহূর্তে এখন জড়িয়ে রয়েছে ইন্ডিয়ান আইডলের সুরেলা স্মৃতি। 

ইন্ডিয়ান আইডলের (Indian Idol) মঞ্চে চ্যাম্পিয়ান পবনদীপের সঙ্গে অরুণিতার কেমিস্ট্রি বিশেষ নজর কেড়েছিল দর্শকদের। একসঙ্গে অনেক গান গেয়েছেন তাঁরা। এমনকী তাঁদের মধ্যে প্রেমের জল্পনা বারেবারই ঘুরেফিরে এসেছে শোয়ে। অ্যাঙ্কর থেকে বিচারক প্রত্যেকের মুখে উঠে এসেছে পবনদীপ-অরুণিতার রসায়ন। যদিও তাঁরা অবশ্য একে অপরকে ভাল বন্ধু বলেই বারেবারে দাবি করে এসেছেন। আর সেই বন্ধুত্ব আজীবন টিকিয়ে রাখতে চান তাঁরা।

পবনদীপ ও অরুণিতা
পবনদীপ ও অরুণিতা

আসছে বিয়ের প্রস্তাব

তবে পবনদীপের সঙ্গে তাঁর সম্পর্ক শুধুই বন্ধুত্ব কি না তা তো ভবিষ্যত বলবে, কিন্তু ইতিমধ্যেই একের পর এক বিয়ের প্রস্তাব পেয়ে চলেছেন অরুণিতা (Indian Idol First Runner Up)। এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অরুণিতা জানিয়েছেন, অনেকেই সরাসরি বিয়ের বিয়ের প্রস্তাব দিচ্ছেন। বাড়ির ঠিকানা, ফোন নম্বর দিয়ে মেলও করছেন। যদিও এসব দেখে তাঁর বেশ মজা লাগছে বলেই জানান অরুণিতা। 

অরুণিতা কাঞ্জিলাল
অরুণিতা কাঞ্জিলাল

সকলের সমর্থন চাইছেন অরুণিতা

১০ মাসের রিয়্যালিটি শোয়ের (Reality Show) সফরে থেকে যে ভালবাসা ও পরিচিতি তিনি পেয়েছেন তার জন্য বারেবারেই ইন্ডিয়ান আইডল কর্তৃপক্ষ ও দর্শদকের ধন্যবাদ জানচ্ছেন অরুণিতা। একইসঙ্গে আগামিদিনের আরও ভাল গানের মধ্যে দিয়ে যাতে শ্রোতা ও দর্শদের মন জয় করতে পারেন তার জন্য সকলের সহযোগিতা ও সমর্থনের আশাও রাখছেন তিনি। 

 

POST A COMMENT
Advertisement