বলিউড অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan) ও গৌরী খানের (Gauri Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan) মাদক কাণ্ডের জেরে গত একমাস ধরে শিরোনামে রয়েছেন। গত সপ্তাহেই জেল থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন আরিয়ান। জামিনে মুক্তি পেলেও এনসিবি অফিসে হাজিরা দিতে হবে তাঁকে। সেই মতোই শুক্রবার, সকালে এনসিবি অফিসে পৌঁছান আরিয়ান খান। আজ হাজিরার সময় আরিয়ান খানের হাতে একটি বই লক্ষ্য করা যায়। এই বইটি নিয়ে এখন নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
আরিয়ানের হাতে থ্রিলার বই
আজ, শাহরুখের দেহরক্ষী রবিকে নিয়ে এনসিবি অফিসে পৌঁছে যান আরিয়ান খান। এনসিবি অফিসে আসার সময় একটি বই পড়ছিলেন আরিয়ান। সেই বইটি তাঁর হাতে দেখা যায়। একটু খুঁটিয়ে দেখলেই নজরে আসবে আরিয়ান 'দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু' নামের একটি সাইকোলজিক্যাল থ্রিলার বই পড়ছিলেন।
এই বইটি একজন সুইডিশ লেখক স্টেগ লারসন-এর লেখা। এই বইটিকে কেন্দ্র করে একটি চলচ্চিত্রও নির্মিত হয়েছে। জেমস বন্ড অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ এবং অভিনেত্রী রুনি মারাকে এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যায়। চলচ্চিত্র সম্পাদনায় 'বেস্ট অ্যাচিভমেন্ট'-এ অস্কার পায়। এছাড়াও, আরও চারটি একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল চলচ্চিত্রটি। রুনি মারা এই ছবিতে সেরা অভিনেত্রীর জন্য মনোনীত হন।
আরিয়ান খানের জামিনের শর্ত অনুযায়ী, তাঁকে এনডিপিএস আদালতে পাসপোর্ট জমা দিতে হবে। দেশ ছেড়ে এমনকি মুম্বই ছেড়েও তাঁকে এখন কোথাও যেতে দেওয়া হবে না। তার জন্য লাগবে এনসিবি-র অনুমতি। এ ছাড়াও, বিশেষ আদালতের অনুমতিও নিতে হবে তাঁকে। তারওপর প্রত্যেক সপ্তাহে হাজিরা দিতে হবে আরিয়ানকে।