২৫ জুলাই সোমবার বাংলার কৃতি সন্তানদের হাতে এ বছরের বঙ্গ সম্মান তুলে দেওয়া হল। নোবেল পুরস্কার প্রাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় থেকে কলকাতার তিন প্রধান ফুটবল ক্লাব, ব্যবসায়ী থেকে চিকিৎসক, অভিনেতা, খেলোয়াড়, সঙ্গীতশিল্পী নিয়ে মোট ৩৯ জনের হাতে এই পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বঙ্গবিভূষণ সম্মানে এ বছর সম্মানিত করা হয়েছে নোবেল প্রাপক অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়-কে। তাঁর তরফ থেকে এই পুরস্কার গ্রহণ করেন তাঁর মা। এ ছাড়া এই তালিকায় ছিলেন, অধ্যাপক বিকাশ সিনহা, তবলাবাদক পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়, জাস্টিস জ্যোতির্ময় ভট্টাচার্য, ব্যবসায়ী রাধেশ্যাম গোয়েঙ্কা এবং হর্ষবর্ধন নেওটিয়া, শ্রী বাসুদেব বন্দ্যোপাধ্যায়, সঙ্গীতশিল্পী কুমার শানু এবং অভিজিৎ ভট্টাচার্য, সরোদবাদক পণ্ডিত দেবজ্যোতি বসু, সাহিত্যিক আবুল বাসার, অভিনেতা দেবশংকর হালদার, সাংবাদিক অশোক দাশগুপ্ত, কলকাতার তিন প্রধান ফুটবল ক্লাব এবং অধ্যাপক কৌশিক বসু।
অনুষ্ঠানের দ্বিতীয় দফায় বঙ্গভূষণ সম্মান পেয়েছএন ২০ জন। এঁদের মধ্যে অন্যতম ছিলেন, কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, টলিউড সুপারস্টার দেব, জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রানী হালদার, ক্রিকেটার ঋদ্ধিমান সাহা, অভিনেত্রী জুন মালিয়া, সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী এবং কৌশিকী চক্রবর্তী, লীনা গঙ্গোপাধ্যায়।
এ বছর মহানায়ক সম্মানে ভূষিত হয়েছেন টলিউডের দুই পরিচিত মুখ সোহম চক্রবর্তী এবং নুসরত জাহান। অভিনেতা হওয়ার পাশাপাশি সোহম এবং নুসরত রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িয়ে রয়েছেন। সোহম ২০২১ বিধানসভা নির্বাচনে জয়লাভ করে প্রথমবার বিধায়ক হয়েছে। অন্য দিকে নুসরত ২০১৯-এর লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে জয়লাভ করেন। অভিনয়ের পাশাপাশি লোকসভায়ও যাতায়াত করেন নুসরত।