Barkha- Indraneil: "আমাদের বিয়েটা 'ব্যর্থ' না...", বরখার অভিযোগের পরে অবশেষে নীরবতা ভাঙলেন ইন্দ্রনীল

Celeb Gossips: প্রায় চোদ্দো বছরের দাম্পত্য হঠাৎ ফাটল ধরে এবং ২০২২ সালে বিচ্ছেদের কথা শোনা যায় তারকা জুটির। তিনবছর হতে চলল দুই তারকার ছাদ আলাদা হয়েছে। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছিল, তৃতীয় ব্যক্তির আগমনেই নাকি ভেঙেছে তাঁদের বিয়ে।

Advertisement
"আমাদের বিয়েটা...", বরখার অভিযোগের পরে অবশেষে নীরবতা ভাঙলেন ইন্দ্রনীল ইন্দ্রনীল- বরখা (ছবি: ফেসবুক)

তারকাদের যেমন নতুন সম্পর্ক গড়ে, তেমন একের পর এক সম্পর্ক ভাঙার গুঞ্জনও শোনা যায়। গত কয়েক বছর ধরে শিরোনামে বরখা বিস্ত ও ইন্দ্রনীল সেনগুপ্ত। প্রায় চোদ্দো বছরের দাম্পত্য হঠাৎ ফাটল ধরে এবং ২০২২ সালে বিচ্ছেদের কথা শোনা যায় তারকা জুটির। তিনবছর হতে চলল দুই তারকার ছাদ আলাদা হয়েছে। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছিল, তৃতীয় ব্যক্তির আগমনেই নাকি ভেঙেছে তাঁদের বিয়ে।

প্রায় চোদ্দো বছরের দাম্পত্যে ভাঙন প্রসঙ্গে বরখা আগে বলেছিলেন, 'আমি ভীষণভাবে বিয়েটা বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু ইন্দ্রনীল সম্ভবত নিজের মতো করে জীবনটা শুরু করতে চেয়েছিল। তাই ডিভোর্স চেয়েছে। আমিও জোর করিনি। কারণ জোর করে কাউকে সম্পর্কে আটকে রাখা যায় না। ওঁর সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি।' অন্যদিকে বরখার এই মন্তব্য প্রসঙ্গে সেসময় ইন্দ্রনীল বলেন, 'বরখা যা মনে হয়েছে বলেছেন। আমার দাম্পত্য জীবন নিয়ে বাইরে কোনও কথা বলতে চাই না।' 

সংবাদমাধ্যমের কাছে বরখা ইন্দ্রনীল সেনগুপ্তের বিরুদ্ধে তাঁকে ঠকানোর অভিযোগ এনেছেন। বিয়ের ১৪ বছর পর ২০২২ সালে বরখা ও ইন্দ্রনীল আলাদা হয়ে যান।  বরখার অভিযোগের পর শেষমেশ মুখ খুলেছেন ইন্দ্রনীল। এক পডকাস্ট মাধ্যমে এসে অভিনেতা বলেন, বিবাহবিচ্ছেদের পর তাঁর জীবন খুবই ইতিবাচক হয়েছে। অনেক পরিবর্তন হয়েছে। তিনি বলেন, "বিবাহবিচ্ছেদের পরে আমার ব্যক্তিগত বৃদ্ধি হয়েছে। কিছু লোক বরখার সঙ্গে আমার বিবাহিত জীবনকে ব্যর্থ বলে মনে করে। তবে আমি বলব যে বরখা এবং আমি ১৩ বছর একসঙ্গে খুব সফলভাবে কাটিয়েছি। আমাদের যেমন অনেক ভাল মুহূর্ত ছিল, সেরকম কিছু চ্যালেঞ্জও ছিল।"

অভিনেতা যোগ করেন, "আমি আমাদের বিয়েকে 'ব্যর্থতা' বলব না। বিবাহবিচ্ছেদের পর আমাদের দু'জনের যাত্রা আলাদা হয়। এর পাশাপাশি আমার ব্যক্তিত্বেও অনেক পরিবর্তন হয়েছে। যত বছর কেটেছে, আমরা দু'জনেই আমাদের নিজেদের মতো করে বিকশিত হয়েছি। তাই আমি এই কথাটা সহ্য করতে পারি না যে, বিয়েটা ব্যর্থ। এমন কিছুই ঘটেনি যা বিয়েকে ব্যর্থ বলে প্রমাণ করতে পারে।"

Advertisement

বিচ্ছেদের পর বরখার সঙ্গে শুধু তাঁর প্রাক্তন স্বামীর সম্পর্ক ছিন্ন হয়নি। শ্বশুরবাড়ির সদস্যরাও তাঁর থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছেন। এমনকী ইন্দ্রনীলের মা তাঁদের মেয়ের সঙ্গে কোনও যোগাযোগ নেই। অভিনেত্রী বলেন, "আমি জানি না আমাদের কেন এমন হল। আমি বিশ্বাস করি, কিছু সম্পর্ক এগোয় না। কিন্তু আমি বুঝতে পারিনি কীভাবে একটা সম্পর্ক একেবারে শেষ হয়ে যায়। কারণ আমাদের সম্পর্কটা খুব সুন্দর ছিল। আমি কারও স্ত্রী ছিলাম ১৫ বছর ধরে। সেই সম্পর্কটা হঠাৎ করেই উধাও। আমি হতবাক। আমি এটা আশা করিনি।" 

সাক্ষাৎকারে বরখা আবারও জানান, ইন্দ্রনীল তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। প্রতারিত হয়েও বিয়ে বাঁচানোর চেষ্টা করেছিলেন অভিনেত্রী। এমনকী ইন্দ্রনীলের জন্য ২ বছর অপেক্ষা করেছিলেন। কিন্তু এই সম্পর্ক টেকেনি।

এখনও বরখার ইনস্টা প্রোফাইলে জ্বলজ্বল করছে 'সেনগুপ্ত' পদবী। তবে গুঞ্জন, দাম্পত্যে ভাঙন ধরার পর প্রেম করছেন বরখা। এতদিন বিষয়টাতে লুকোছাপা ছিল। তবে নায়িকার সোশ্যাল পেজে উঁকি মারলেই দেখা যাচ্ছে, এক ব্যক্তির সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত শেয়ার করছেন তিনি। তাহলে কি ধীরে ধীরে গোপনীয়তা আলগা করছেন? কে সেই ব্যক্তি? অভিনেতা- প্রযোজক আশিস শর্মার সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক আছে বলেই খবর সিনে দুনিয়ায়। গত বছর জন্মদিনে তাঁকে দেখা গিয়েছিল আশিসের সঙ্গে। এবছর তাঁর জন্মদিনেও একটি আবেগঘন পোস্ট করেছেন নায়িকা। সঙ্গে রয়েছে তাঁদের দু'জনের বিভিন্ন আদুরে লেন্সবন্দি মুহূর্ত। 

প্রসঙ্গত, ২০০৮ সালের মার্চ মাসে গাঁটছড়া বাঁধেন ইন্দ্রনীল- বরখা। বিয়ের তিন বছর পর জন্ম হয় জুটির মেয়ে মীরার। বিচ্ছেদের পরে মূলত বরখার সঙ্গেই থাকে মীরা। তবে ইন্দ্রনীলও মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মেয়ের সঙ্গে ছবি। স্টুডিও পাড়ার গুঞ্জন অভিনেত্রী ইশা সাহার সঙ্গে সম্পর্কের জেরেই নাকি ভেঙেছে তাঁদের সংসার। যদিও এবিষয়ে মুখ খোলেননি ইন্দ্রনীল- ইশা দু'জনের কেউই। অন্যদিকে গুঞ্জন, বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে জড়ান বরখা।  সৃজিত মুখোপাধ্যায়ের 'লহো গৌরাঙ্গের নাম রে' ছবিতে একসঙ্গে দেখা বে ইশা ও ইন্দ্রনীলকে।   

 

POST A COMMENT
Advertisement