খুব ছোট বয়স থেকেই অভিনয়ে হাতেখড়ি এনা সাহার। টলিপাড়ায় সাহসী অভিনেত্রী হিসাবেই পরিচিত তিনি। সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই তাঁর বোল্ড অবতারের ছবি চোখে পড়বে। সেই ছবি ও ভিডিও রীতিমতো পুরুষ হৃদয়ে ঝড় তোলে। সম্প্রতি সেরকমই এক ভিডিও পোস্ট করেছেন এনা। যা দেখে এই শীতেও নেটিজনেরা ঘেমে নেয়ে একসা কাণ্ড। অভিনেত্রীর থেকে চোখ সরানো বেশ কঠিন।
এনা যে ভিডিও পোস্ট করেছেন সেখানে তাঁকে লাল রঙের ব্রা প্যান্টিতে দেখা যাচ্ছে। ওপরে তিনি সাদা রঙের শার্ট পরেছেন তা অর্ধেক বোতামই খোলা। খোলা শার্ট দিয়ে উঁকি মারছে লাল রঙের অন্তর্বাস ও বক্ষয়ুগল। এনার আবেদনময়ী লুকস ঠিক আপনার দিকেই। কিছুতেই চোখ ফেরাতে পারবেন না তাঁর থেকে। এনা বরাবরই নিজের সাহসী ছবি ও ভিডিও পোস্ট করতে পিছু পা হননি। কখনও বিকিনিতে আবার কখনও বা খোলামেলা পোশাকে এনা ঘায়েল করছেন সকলকে। এর জন্য একাধিকবার ট্রোল হলেও সেইসব নিন্দুকদের বিশেষ পাত্তা দেন না অভিনেত্রী।
দর্শকমহলে এনার অভিনয় বেশ প্রশংসা পায়। অভিনেত্রীর পাশাপাশি এনা খুব অল্প বয়সেই প্রযোজকের আসনে বসেছেন। তাঁর প্রযোজিত দুটি ছবি ‘চিনে বাদাম’, ‘SOS কলকাতা। ‘রাত ভোর বৃষ্টি’, ‘বউ কথা কউ’, ‘বন্ধন’-এর মতো একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন এনা। সিনেমায় এনার সফর শুরু হয় ‘আমি আদু’ সিনেমার মাধ্যমে। সিনেমায় যে এনা সাহসী দৃশ্যে সাবলীল তা প্রমাণ করেছেন বন্য প্রেম সিরিজে। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালই অ্যাক্টিভ থাকেন এনা।
ওজন বেড়ে যাওয়ার কারণে প্রায়ই তাঁকে ট্রোলের মুখে পড়তে হয়। তাই ওজন কমাতে কঠিন পরিশ্রমও করছেন অভিনেত্রী। এনা আপাতত বেশ কিছুদিন হল অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছেন। তবে এখন তিনি আবার অভিনয়ে ফেরার জন্য মুখিয়ে রয়েছে। নিজের ওজন সেই কারণেই কমিয়েছেন। বেশ কয়েকটি ওয়েব সিরিজের অফার আছে বলে এনা নিজেই জানান। তবে কয়েকটি বাংলার বাইরেও কাজের অফার আছেন বলে জানিয়েছেন এনা। সম্প্রতি সোনু সুদের হাত থেকে তাঁকে অ্যাওয়ার্ড নিতে দেখা গিয়েছে।