এখন আর খুব বেশিদিন ধরে বাংলা সিরিয়াল সম্প্রচার হওয়ার চল শেষ হয়ে গিয়েছে। শুরু হওয়ার কিছুমাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে সিরিয়াল। সেই জায়গায় আসছে নতুন মেগা। চলতি বছরের মার্চ মাসেই শুরু হয়েছিল ‘দুগ্গামণি ও বাঘমামা’র সফর। ছোটপর্দায় ফের দেখা যাচ্ছিল মানালি দে-কে, যার সঙ্গী ছিলেন রাধিকা কর্মকার। মাত্র আড়াই মাসেই এই সিরিয়াল শেষ হল। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, টিআরপির খরায় এমন পরিণতি হল ধারাবাহিকের। শেষদিনের শ্যুটিংয়ে তাই মন ভালো নেই ধারাবাহিকের কলাকুশলীদের।
কদিন আগেই এই সিরিয়ালে যোগ দিয়েছিলেন খুদে শিল্পী প্রেয়সী বসু। সে পুরো টিমের সঙ্গে ছবি পোস্ট করেন। আর ক্যাপশনে সে লেখে, স্মৃতিটুকু রয়ে যায়। ছবিতে দেখা গিয়েছে কন্যাকুমারীর কোলে বসে রয়েছে সে। পাশে মানালির কোলে বসে রাধিকা। ওই ছবিতে সৌম্য-সহ টিমের বাকিদেরও দেখা গিয়েছে।
টিআরপি তালিকায় মানালি ও রাহুলের এই সিরিয়াল কিছুতেই সেভাবে নিজেদের অবস্থা ধরে রাখতে পারছিল না। বারবার মুখ থুবড়ে পড়ছিল এই সিরিয়াল। জনপ্রিয়তার নিরিখে বেশ খানিকটা পিছনের সারিতে রয়েছে ‘দুগ্গামণি ও বাঘমামা’। মাঝে শোনা গিয়েছিল হয়তো বন্ধ হতে চলেছে ধারাবাহিক। কিন্তু কিছুদিন আগেই মানালি ও রাহুলের দত্তক নেওয়া মেয়ে হিসাবে সিরিয়ালে এন্ট্রি নেন প্রেয়সী। তাই অনেকেই হয়তো ভেবেছিল আরও বেশ কয়েকদিন চলবে ‘দুগ্গামণি ও বাঘমামা’। সিরিয়ালে নানা চমক আনাও হয়েছিল। তবে তাতেও মন পেল না অনুরাগীদের।
শোনা যাচ্ছিল, শুধু ‘দুগ্গামণি ও বাঘমামা’ নয় ‘তুই আমার হিরো’, ‘মিঠিঝোরা’ ধারাবাহিকগুলিও টিআরপিতে ভালো ফল করছে না। দুগ্গামণি ও বাঘমামা’ সিরিয়ালটি সোম থেকে শুক্রবার পর্যন্ত ৪৫ মিনিট করে সম্প্রচার হত। নানা চমক, টুইস্ট, মোড় ঘোরানো একাধিক পর্ব থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। এই ধারাবাহিকের বিপরীতে থাকা স্টার জলসার অনুরাগের ছোঁয়া এবং রোশনাই ধারাবাহিকের প্রথম ১৫ মিনিট টিআরপিতে তুলনামূলক অনেক ভালো ফল করছে। এই চ্যানেল ইতিমধ্যেই একগুচ্ছ নতুন সিরিয়ালের ঘোষণা করেছেন। তালিকায় আছে রাণী ভবানী, কুসুম। ফলে দুগ্গামণি ও বাঘমামার জায়গায় কোন মেগা আসে এখন সেটাই দেখার।