scorecardresearch
 

Bhuban Badyakar Short Film : গানের পর এবার ফিল্মে অভিনয় ভুবনের, দেখুন ছবিটি

ছবিতে নায়িকার বাবার চরিত্রে দেখা গিয়েছে ভুবন বাদ্যকরকে। ছবিটি ইউটিউবে মুক্তি পাওয়ায়র সঙ্গে সঙ্গে দেখতে শুরু করেছেন দর্শকরা। ছবিটি দেখার পর কমেন্ট বক্সে বাদাম কাকুর অভিনয়ের প্রশংসাও করেছেন কেউ কেউ। এই প্রসঙ্গে ভুবনবাবু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মোট ২ দিন শ্যুটিং হয়েছে। অভিনয়ের জন্য তিনি ৩৯ হাজার টাকার মতো পারিশ্রমিক পেয়েছেন বলেও জানান ভুবন। এমনকী আগামিদিনেও অভিনয় চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। 

Advertisement
ভুবন বাদ্যকর ভুবন বাদ্যকর
হাইলাইটস
  • অভিনয় করলেন ভুবন বাদ্যকর
  • দেখা গেল শর্ট ফিল্মে
  • ছবি মুক্তি পেয়েছে ইউটিউবে

গান গিয়ে জনপ্রিয় হয়েছিলেন। তবে তারপর অবশ্য খারাপ সময়ের মুখোমুখি হতে হয় তাঁকে। তবে ঐ যে কথায় বলে, আঁধারের শেষেই থাকে আলো। ঠিক তেমনই 'কাঁচা বাদাম' (Kacha Badam Song) গান খ্যাত ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) জীবনে আবার হয়ত ফিরছে সুসময়। এবার ছবিতে অভিনয় করলেন 'বাদাম কাকু'। সম্প্রতি একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন ভুবন বাদ্যকার। ছবির নাম 'ভালবাসার দিব্যি'। ইতিমধ্যেই ছবিতে ইউটিউবে মুক্তি পেয়েছে। 

ছবিতে নায়িকার বাবার চরিত্রে দেখা গিয়েছে ভুবন বাদ্যকরকে। ছবিটি ইউটিউবে মুক্তি পাওয়ায়র সঙ্গে সঙ্গে দেখতে শুরু করেছেন দর্শকরা। ছবিটি দেখার পর কমেন্ট বক্সে বাদাম কাকুর অভিনয়ের প্রশংসাও করেছেন কেউ কেউ। এই প্রসঙ্গে ভুবনবাবু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মোট ২ দিন শ্যুটিং হয়েছে। অভিনয়ের জন্য তিনি ৩৯ হাজার টাকার মতো পারিশ্রমিক পেয়েছেন বলেও জানান ভুবন। এমনকী আগামিদিনেও অভিনয় চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। 

প্রসঙ্গত, কিছুদিন আগে নিজের বিখ্যাত কাঁচা বাদাম গান নিয়ে বিপাকে পড়তে হয়েছিল ভুবন বাদ্যকরকে। আচমকাই ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে উধাও হয়ে যায় তাঁর গান। সে সময় তিনি সংবাদমাধ্যমকে জানান, এক ব্যক্তি তাঁকে ৩ লক্ষ টাকা দিয়ে বলেন যে তাঁদের চ্যানেলে ওই গান চালানো হবে। তারপর থেকে ওই কাঁচা বাদাম পোস্ট করলেই কপিরাইট ইস্যু দেখা দিচ্ছে। ভুবন আরও জানান, তাঁর থেকে যে কপিরাইট কিনে নেওয়া হচ্ছে তা তিনি বুঝতেই পারেননি।

এই প্রসঙ্গে, Bangla.Aajtak.In-কে তিনি জানান, 'আমি অশিক্ষিত মানুষ। আমার অত লেখাপড়া জানি না। আর সেই সুযোগেই আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে'। এমনকী কথা বলার সময় হাউ হাউ করে কান্নায় ভেঙেও পড়েন তিনি। সেসময় গোপাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন ভুবন। তবে এখন অভিনয় করে বেশ খানিকটা ফুরফুরে মেজাজে বাদাম কাকু। এখন দেখার অভিনয়ের হাত ধরে আরও কতোটা পথ অতিক্রম করতে পারেন তিনি। 
 

Advertisement

আরও পড়ুন - 'ডাক্তারি নিয়ে বড় দুর্নীতি করেছেন', এবার জ্যোতি বসুকে নিশানা উদয়নের

 

Advertisement