বাম আমলে 'চিরকুটে চাকরি'র অভিযোগ তুলে কয়েকদিন আগেই রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। অভিযোগের নিশানা থেকে বাদ যাননি তাঁর বাবাও। এবার আরও একধাপ এগিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর (Jyoti Basu) বিরুদ্ধে 'দুর্নীতি'র অভিযোগ তুললেন কোচবিহারে দাপুটে তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)।
একটি সভায় বক্তব্য রাখার সময় উদয়ন গুহ বলেন, "জ্যোতি বসু বড় দুর্নীতি করেছেন। একটা সময় যখন বাংলায় মেডিক্যাল কলেজে, ডাক্তারি পড়ার জন্য ছাত্র ভর্তি হত, আসন কম ছিল, সেই সময় মুখ্যমন্ত্রীর কোটা ছিল। ১০টা ডাক্তারিতে, ১০টা ইঞ্জিনিয়ারিংয়ে। ফার্স্ট ডিভিশনে পাশ করেও অনেকে জয়েন্টে চান্স পাননি। কিন্তু, সেকেন্ড ডিভিশনে পাশ করেও দিনহাটার সিপিআইএম নেতা মানিক দত্তর ছেলে আজ ডাক্তার হয়েছেন জ্যোতিবাবুর কোটায়"।
যদিও উদয়ন গুহর এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বামেরা। এই প্রসঙ্গে এক বাম নেতা বলেন, "কে উদয়ন গুহ? ওর কথার কোনও জবাব দেবে না। আগে লিস্ট বার করুক তারপর কথা হবে"। পাশাপাশি কোচবিহারের অপর এক বাম নেতা বলেন, "তৃণমূল দলটা আপাদমস্তক দুর্নীতিতে ডুবে গিয়েছে। গোটা দেশের মানুষ জ্যোতি বসুকে সম্মান করে। কোনও চুনোপুটি নেতা তাঁর প্রসঙ্গে ঠিক কী মন্তব্য করল তার জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না"।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে শাসকদল তৃণমূল কংগ্রেসকে যখন কোণঠাসা করার চেষ্টা করছেন বিরোধীরা, ঠিক তখনই বাম আমলে চিরকুটে চাকরির অভিযোগ তোলে পাল্টা আসরে নেমেছে ঘাসফুল শিবির। সেই ইস্যুতে ইতিমধ্যেই বিস্ফোরক অভিযোগ করেছেন উদয়ন গুহ। টেনে এনেছেন মহম্মদ সেলিমের নামও। তিনি বলেন, "আজ সেলিমের জন্য। এরা সবাই তৃতীয় বিভাগে পাশ করে প্রাইমারি শিক্ষকের চাকরি করেছেন। সনাতন সাহা, বিমল দাস, অঞ্জলি সেন, মলয় রায়, মলয় গুহ নিয়োগী। পরপর আরও আসবে"। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী আরও বলেন, "যা বলেছি সে সব একটা ছোট অংশ মাত্র। এবার গোডাউন খুললে আরও নাম বেরিয়ে আসবে"।
আরও পড়ুন - কলকাতার শেষ কাঠের বাসটিতেই মিউজিয়াম? IIT-পড়ুয়ার প্ল্যান শুনতে চান মন্ত্রী