সাংস্কৃতিক জগতে আরও এক নক্ষত্র পতন। প্রয়াত প্রখ্যাত কত্থক শিল্পী পন্ডিত বিরজু মহারাজ। ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৩৮ সালে লখনউতে তাঁর জন্ম। আসল নাম ছিল ব্রিজমোহন মিশ্রা। লখনউ ঘরানার এই শিল্পীর মৃত্যুর খবর তাঁর নাতি সোশ্যাল মিডিয়ায় জানান।
পদ্মবিভূষণ সহ বহু পুরস্কারে সম্মানিত
১৯৮৩ সালে পদ্মবিভূষণে সম্মানিত বিরজু মহারাজ বলিউডের বেশকিছু ছবিতে কোরিওগ্রাফি করেছেন। তার মধ্যে অন্যতম উমরাও জান, বাজিরাও মস্তানির মত ছবি। পদ্মবিভূষণ ছাড়া অ্যাকাডেমি পুরস্কার ও কালীদাস সম্মানও পেয়েছেন তিনি। ২০১২ সালে বিশ্বরূপম ছবিতে কোরিওগ্রাফির জন্য তাঁকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত করা হয়।
শোকপ্রকাশ আদনান সামির
নৃত্যের পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীও ছিলেন বিরজু মহারাজ। এহেন শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন শিল্পীমহলের দিকপালরা। বিখ্যাত সঙ্গীত শিল্পী আদনান সামি ট্যুইটে লেখেন, মহান নৃত্যশিল্পী পন্ডিত বিরজু মহারাজের মৃত্যুর খবরে অত্যন্ত দুঃখিত। শিল্পক্ষেত্রে এক অনন্য প্রতিষ্ঠানকে হারালাম। তিনি তার প্রতিভা দিয়ে বহু প্রজন্মকে প্রভাবিত করেছেন।
'শূন্য হয়ে গেল লখনউয়ের ডেউড়ি'
ভোজপুরী লোকসঙ্গীত শিল্পী মালিনী অবস্থী ট্যুইটে লেখেন, আজ ভারতীয় সঙ্গীতের লয় থেমে গেল। সুর মৌন হয়ে গেল। ভাব শূন্য হয়ে গেল। বিরজু মহারাজ আর নেই। লখনউয়ের ডেউড়ি আজ শূন্য হয়ে গেল। মহারাজজি, সারা বিশ্বে কালিকাবিন্দাদিনজির গৌরবময় ঐতিহ্যের সুবাস ছড়িয়েছিলেন, অসীমে বিলীন হয়ে গেলেন। এ এক অপূরণীয় ক্ষতি। ওম শান্তি।