গণেশ চতুর্থীর পরের দিনই সুখবর দিলেন দীপিকা পাড়ুকোন। রবিবারই এল সেই গোল্ডেন মোমেন্ট। দীপিকা জন্ম দিলেন এক কন্যা সন্তানের, বাবা হলেন রণবীর সিং। প্রসঙ্গত, গণেশ চতুর্থীর আগের দিনই সিদ্ধিবিনায়কে আশীর্বাদ নিতে গিয়েছিলেন রণবীর-দীপিকা। আর শনিবারই দীপিকা ভর্তি হন মুম্বইয়ের রিয়্য়ালেন্স ফাউন্ডেশনের হাসপাতালে।
চলতি বছর গোড়ার দিকে দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন, তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। তবে কবে আসতে চলেছে সন্তান তা নিয়ে সকলের মধ্যেই কৌতুহল ছিল। এর আগে বলা হয়েছিল যে সেপ্টেম্বরের শেষের দিকে দীপিকা সন্তান প্রসব করতে পারেন। তবে সোশ্যাল মিডিয়াতে এখনও কিছু ঘোষণা করেননি এই দম্পতি। শুক্রবার গণেশ চতুর্থী উপলক্ষে দীপিকা-রণবীরকে দেখা গিয়েছিল সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করতে। তার পরের দিনই হাসপাতালে দেখা যায় রণবীর ও দীপিকাকে। প্রথমে জানা গিয়েছিল, আগামী ২৮ সেপ্টেম্বর দীপিকা জন্ম দিতে পারেন তাঁর প্রথম সন্তানের। কিন্তু তার আগেই সন্তান এল দীপিকার কোলে।
কিছুদিন আগেই প্রেগন্যান্সি ফটোশ্যুট করেছিলেন দীপিকা। সঙ্গে ছিলেন রণবীর। তাঁদের আদুরে মুহূর্ত ধরা পড়ে ক্যামেরায়। যেখানে দীপিকার বেবিবাম্প একেবারে স্পষ্ট ছিল। প্রেগন্যান্সি অবস্থাতেই দীপিকাকে দেখা গিয়েছে একাধিক ইভেন্টে। কল্কি ছবির প্রচারেও গিয়েছিলেন অর্ন্তঃসত্ত্বা অবস্থায়। লোকসভা নির্বাচনে ভোটদান পর্বের সময়ে জনসমক্ষে বেরিয়েছিলেন দীপিকা। সেই সময় তাঁর বেবিবাম্প আসন না নকল তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা: রামলীলা’ ছবির শ্যুটিং থেকে শুরু হয় দীপিকা ও রণবীরের প্রেম। এর পরে ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’ এবং ‘৮৩’-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ২০১৮-র ১৪ নভেম্বর ‘লেক কোমো’-তে রাজকীয় কায়দায় বসেছিল দীপিকা ও রণবীরের বিয়ের আসর। দেশে ফিরে একাধিক প্রীতিভোজের আয়োজনও করেছিলেন তারকা জুটি। বিয়ের প্রায় ৬ বছর পর রণবীর-দীপিকার কোলে এল তাঁদের প্রথম সন্তান।