
প্রতি বছরের মতো এই বছরও কান ফিল্ম ফেস্টিভ্যাল-এর রেড কার্পেট নিয়ে সকলের আগ্রহ তুঙ্গে। বলিউড তারকারা কে কেমন পোশাক, সাজে ধরা দেবেন তা নিয়েই চলছে আলোচনা। আর এরই মাঝে কান-এর রেড কার্পেটে ধরা দিলেন ঊর্বশী রাউতেলা। চোখে নীল রঙের আইশ্যাডো, হেয়ারস্টাইলের কায়দাটাও বেশ অন্যরকম, সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড। অফ শোল্ডার গাউন, তবে তা নানা রঙের। পোশাকের সঙ্গে ম্যাচ করে কানে দুল। এই অবতারেই কানের রেড কার্পেটে হাঁটালেন ঊর্বশী। তবে অভিনেত্রীর এই সাজ একেবারেই চোখ টানল না কারোর। বরং নজর গেল তাঁর হাতে থাকা লক্ষ লক্ষ টাকার একটি টিয়া পাখি।
যদিও ঊর্বশীর এই টিয়াপাখি আসল নয়, এটা একটি ক্লাচ। যার মূল্য প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা। ঊর্বশীর চড়া মেকআপের এই লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রীকে ট্রোলের মুখেও পড়তে হয়। ঊর্বশীর গাউনে ছিল বোল্ড রং নীল, লাল ও হলুদ। আর এরই সঙ্গে অতিরিক্ত লাগছিল তাঁর রঙীন টায়রা। কিন্তু অভিনেত্রীর সাজ-পোশাককে অতিক্রম করে সকলের নজর চলে যায় ঊর্বশীর হাতে থাকা টিয়া পাখির আকারের ক্লাচ, যার মূল্য ৪,৬৮,০৬৪।
‘কান চলচ্চিত্র উৎসব’-এর লাল গালিচায় ঊর্বশীর এমন রূপ দেখে মুহূর্তে ধেয়ে এল একের পর এক কটাক্ষ। নেটিজেনরা তাঁদের কমেন্টে বুঝিয়ে দিয়েছেন যে তাঁদের মোটেও পছন্দ হয়নি ঊর্বশীর এই চড়া মেকআপের লুক। প্রসঙ্গত, গোটা বিশ্ব যেখানে নো মেকআপ লুক ট্রেন্ডে গা ভাসিয়েছেন, সেখানে ঊর্বশীর চড়া মেকআপ নিয়ে আলোচনা হওয়াটাই খুব স্বাভাবিক। কেউ লিখলেন, জঘন্য সাজ। কেউ আবার লিখলেন, উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভাল হবে। অনেকে আবার ‘এ আই’ বলে বিদ্রুপও করেন। অনেকে আবার লেখেন, কান কর্তৃপক্ষের পোশাক বিধি লঙ্ঘন করা প্রথম অভিনেত্রী।
তবে ঊর্বশীকে সকলেই যে ট্রোলড করেছেন এমনটা নয়, বরং তিনি অনেক বলি তারকাদের কাছ থেকে তাঁর এই লুকসের কারণে প্রশংসাও পেয়েছেন। মঙ্গলবার, ১৩ মে থেকে শুরু হয়ে গিয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যাল। যেখানে ইতিমধ্যেই নজর কেড়েছেন বিশ্বের বেশ কিছু অভিনেত্রীরা। এই উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। এখানে উল্লেখ্য, ঊর্বশীকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল তেলেগু সিনেমা ডাকু মহারাজ-এ।